আজ থেকে টাকা ফেরত পাচ্ছেন 'অ্যালকেমিস্ট'-এর আমানতকারীরা
Last Updated:
আজ থেকে টাকা ফেরত পাচ্ছেন 'অ্যালকেমিস্ট'-এর আমানতকারীরা
#কলকাতা: সারদার পর এবার অ্যালকেমিস্ট! আজ থেকে চিটফান্ড অ্যালকেমিস্টের টাকা ফেরত দেওয়া হবে। প্রথম দফায় প্রতিদিন ২৫০জনকে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালুকদার কমিটির নির্দেশে এই টাকা ফেরত দেওয়া হচ্ছে। টাকা নিতে সকাল থেকেই আমানতকারীদের দীর্ঘ লাইন।
গত মাসেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, চিটফান্ড অ্যালকেমিস্টের টাকা ফেরত পাবেন আমানতকারীরা ৷ তখনই তারিখ ঘোষণ আকরা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২রা জুলাই থেকে শুরু হবে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ৷ প্রতিদিন গড়ে ২৫০জনের হাতে তুলে দেওয়া হবে চেক৷ ২৫শে মে থেকেই আমানতকারীরা পেতে শুরু করবেন এই মর্মে চিঠি ৷ সেই অনুযায়ীই প্রক্রিয়া এগিয়েছে।
advertisement
আমানতকারীদের হাতে চেক তুলে দেবে এসপি তালুকদার কমিটি ৷ তারাই বিনিয়োগকারীদের কাছে চিঠি পাঠাবে ৷ ৫ বছর পর ফের শুরু হল চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ। মুখে হাসি আমানতকারীদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2018 12:46 PM IST