কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Last Updated:
একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শুক্রবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
আফগানিস্তানে সব চেয়ে বড় নন-নিউক্লিয়ার বোমায় হানাদারি আমেরিকার
ওজন ১১ টন। লম্বায় ৩০ ফুট। গায়ে লেখা ‘এমওএবি’। পুরো কথাটা হল, ‘জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট’। মার্কিন সেনাবাহিনীর মুখে মুখে সেটাই— ‘মাদার অব অল বম্বস’। কারণ, এর চেয়ে বড় বোমা মানে একেবারে পরমাণু বোমা!
advertisement
advertisement
কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জিতল তৃণমূল, দু’য়ে বিজেপি, তিনে বাম
বাম ভোটে ধ্বস নামিয়ে কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। এক বছর আগে বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের তরফে সিপিআই প্রার্থী প্রায় ৩৫% ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। সেখানে তৃতীয় স্থানাধিকারী বিজেপি প্রার্থী পেয়েছিলেন প্রায় ৯% ভোট। আর বৃহস্পতিবার উপনির্বাচনের ফলে দেখা গেল, বিজেপি প্রায় ৩১% ভোট পেয়েছে। সিপিআই এবং কংগ্রেস এই উপনির্বাচনে আলাদা প্রার্থী দিয়েছিল। তারা যথাক্রমে ১০% এবং ১% ভোট পেয়ে জামানত খুইয়েছে।
advertisement
‘গোটা মাঠ দাপালেও উন্নয়নের বিকল্প মডেল ছাড়া জিতবে না বিজেপি’
সকাল থেকেই ফুরফুরে মেজাজ কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনের গেরুয়া বাড়িটায়। জয়ের সম্ভাবনা নেই, সকলেই জানতেন। তবুও যে কোনও ভোটগণনার সকালই রাজনীতির মানুষদের কাছে উৎসাহের বিষয়। তাই দক্ষিণ কাঁথি উপনির্বাচনের ফল জানতে সকাল থেকেই টেলিভিশনে চোখ ছিল রাজ্য বিজেপির সদর দফতরের। বেলা যত গড়িয়েছে, তৃণমূল ব্যবধান ততই বাড়িয়ে নিয়েছে। কিন্তু বিজেপি দফতরের মেজাজটা সেই ফুরফুরেই থেকে গিয়েছে। কারণ দিলীপ ঘোষের কথায়: ‘‘এত দিন শুধু আমরা বলছিলাম, এ বার বাংলার মানুষও প্রমাণ করে দিলেন— তৃণমূলের প্রধান প্রতিপক্ষ আমরাই।’’
advertisement
আট রাজ্যের দশটি উপনির্বাচনে পাঁচটি কেন্দ্রই জিতে নিল বিজেপি
উত্তরপ্রদেশের বিপুল জয়ের পর আট রাজ্যের দশটি উপনির্বাচনে পাঁচটি কেন্দ্রই জিতে নিল বিজেপি। তবে এরই মধ্যে নিজেদের গড়গুলি সামলে রাখল কংগ্রেস। বিজেপির সব থেকে বড় জয় অবশ্য দিল্লিতে অরবিন্দ কেজরীবালের দলকে ধূলিস্যাৎ করা। আর তার পর রাজস্থানে বিএসপি-র থেকে একটি আসন ছিনিয়ে নেওয়া। পশ্চিমবঙ্গে না জিতলেও দ্বিতীয় স্থানে যাওয়াটাই বড় করে দেখাচ্ছেন অমিত শাহ। এ ছাড়া অসম, মধ্যপ্রদেশ, ভোটমুখী হিমাচলে জেতা আসনগুলি ধরে রাখতে পেরেছে বিজেপি। কিন্তু মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান তিন দিন প্রচার করলেও আটার আসনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস নিজের গড় ধরে রেখেছে। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের প্রচারেও জেএমএম হাতছাড়া করতে দেয়নি নিজেদের আসন।
advertisement
মার্জিন বাড়িয়ে দক্ষিণ কাঁথি তৃণমূলের
মার্জিন বাড়িয়ে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র দখলে রাখল তৃণমূল। উপনির্বাচনে ৪২ হাজার ৫২৬ ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার নির্বাচনের আসরে ছিলেন পাঁচ প্রার্থী। তার মধ্যে সিপিআই, কংগ্রেস ও এসইউসি প্রার্থীর জামানত জব্দ হয়েছে। বামেদের টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে বিজেপি। বৃহস্পতিবার কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গণনা হয়। সরকারিভাবে ফল ঘোষিত হওয়ার অনেক আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। রাস্তায় রাস্তায় বিজয় মিছিলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রচারপর্বে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি চন্দ্রিমাদেবীকে এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করার ডাক দিয়েছিলেন। ব্যবধান এক লক্ষ না হলেও গত বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারির থেকে জয়ের ব্যবধান বাড়িয়েছেন চন্দ্রিমাদেবী। ২০১৬ সালে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারি ৩৩ হাজার ৮৯০ ভোটে জয়ী হয়েছিলেন। এবার চন্দ্রিমাদেবীর জয়ের ব্যবধান ৪২ হাজার ৫২৬। তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন ৯৫ হাজার ৩৬৯টি। বিজেপির প্রার্থী সৌরীন্দ্রমোহন জানা পেয়েছেন ৫২ হাজার ৮৪৩টি ভোট। সিপিআই প্রার্থী উত্তম প্রধান পেয়েছেন ১৭ হাজার ৪২৩টি ভোট। কংগ্রেস প্রার্থী নবকুমার নন্দের ঝুলিতে এসেছে ২২৭০টি ভোট। এসইউসি প্রার্থী শ্রাবণী পাহাড়ী পেয়েছেন ১৪৭৬টি ভোট।
advertisement
বিজেপি’র ভোট বৃদ্ধি ভবিষ্যতের সংকেত, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল পরিষ্কার করে দিয়েছে, এটা ভবিষ্যতের জন্য বিজেপির কাছে ভালো সংকেত। বাংলার মানুষের সিপিএম বা কংগ্রেসের উপর ভরসা নেই। অসম, উত্তরপ্রদেশের মতো বাংলার মানুষ বিজেপির উপর ভরসা করতে শুরু করেছেন। বৃহস্পতিবার চুঁচুড়া সার্কিট হাউসে হুগলি লোকসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি বলেন, এই নির্বাচনে ৩১ শতাংশ মানুষ আমাদের ভোট দিয়েছেন। আসলে বাংলার মানুষ দীর্ঘদিন ধরেই অনুন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। পরিবর্তনের সরকারও উন্নয়নের আশা মেটাতে ব্যর্থ হয়েছে। তাই বিজেপির উপর মানুষের আস্থা বাড়ছে। সার্কিট হাউসে রবিশংকর প্রসাদ বলেন, ভারতীয় সংবিধান সবাইকে মত প্রকাশ ও নিজের ধর্ম পালনে স্বাধীনতা দিয়েছে। তাই ধর্মীয় মিছিল বের করতে বাধা দেওয়াটা ঠিক নয়।
advertisement
বৈশাখে মন্ত্রিসভায় রদবদল, আসছেন চন্দ্রিমাও: মুখ্যমন্ত্রী
বাংলা নতুন বছরের শুরুতেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানান, কাঁথি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সদ্যজয়ী তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি আরও দু’-একজনকে এদফায় মন্ত্রী করা হবে। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বিজেপি, সিপিএম ও কংগ্রেসের সমালোচনা করেন। মমতা বলেন, চন্দ্রিমা খুব ভালো কাজ করত। আমাকে ভালোভাবে সহযোগিতা করত। চন্দ্রিমা ভোটে জিতেছে। আর মণীশ গুপ্তকে এমপি করেছি। পুনর্বাসন নয়, মানুষের আশীর্বাদে ওদের জিতিয়ে আনতে পেরেছি। এটা খুব ভালো লাগছে।
আজ থেকে ৫ জেলায় হুটার বাজবে না মন্ত্রীদের গাড়িতে
আগামী ১৪ মে রাজ্যে সাতটি পুরসভার ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। বৃহস্পতিবার বিকালে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই মুহূর্ত থেকে আদর্শ আচরণবিধি লাগু হল। যে পাঁচটি জেলায় পুরসভার ভোট হবে, সেখানে রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীরা লালবাতি জালিয়ে, হুটার বাজিয়ে কোনও অনুষ্ঠানে যেতে পারবেন না। তবে আসন্ন পুরসভার ভোটে পুলিশি বন্দোবস্ত নিয়ে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থের রিপোর্টে তিনি যে সন্তুষ্ট নন, তা পরিষ্কার জানিয়ে দেন কমিশনার। সেই সঙ্গে তিনি বলেন, ফের ডিজি’র রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী তো আছেই। ডিজি’র রিপোর্ট নিয়ে অসন্তোষের কথা রাজ্য নির্বাচন কমিশনার প্রকাশ্যেই বলায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
সেলফির গ্রাস, হাওড়ায় ট্রেনের ধাক্কায় মৃত ৪ যুবক
সেলফির তাড়না প্রাণ কাড়ল চার যুবকের ৷ ট্রেনের ধাক্কায় আহত আরও এক ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা হাড় হিম করা এই ঘটনা ঘটেছে হাওডা় মেন লাইনে ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পাঁচ বন্ধু ট্রেনে যাচ্ছিলেন ৷ গেটের কাছেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা ৷ মোবাইল ফোন হাতে গেট থেকে শরীর বের করে সেলফি তুলছিলেন ৷ এর মধ্যে এক যুবক প্রথমে একটি পোস্টে ধাক্কা খেয়ে পড়ে যান ৷
আফগানিস্তানের IS ঘাঁটিতে ১০ হাজার কেজির বোমা ফএলল আমেরিকা
এ পর্যন্ত সর্ববৃহৎ মার্কিন বোমাটি পড়ল আফগানিস্তানে ৷ পেন্টাগন সূত্রে খবর, পূর্ব আফগানিস্তানে ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ করে বৃহস্পতিবার ফেলা হয়েছে বিশাল GBU-43 বোম, যাকে ইতিমধ্যেই দুনিয়া চেনে ‘মাদার অফ অল বম্বস’ নামে ৷
২২% ভোট বাড়িয়ে বামেদের মুছে দিল বিজেপি
প্রত্যাশা মতোই দক্ষিণ কাঁথি বিধানসভার উপনির্বাচনে হইহই করে জিতল তৃণমূল ৷ কিন্তু বাম ও কংগ্রেসকে প্রায় মুছে দিয়ে তৃণমূলের ঘাড়ের উপর নিশ্বাস ফেলতে শুরু করে দিল বিজেপি ৷
কেন আমরা ভোট পাব, প্রশ্ন সিপিএম নেতারই
কোচবিহার ইঙ্গিত দিয়েছিল ৷ কাঁথি স্পষ্ট বার্তা দিল ৷ সিপিএম নেতারা যাই দাবি করুন না কেন, বামেদের শেষযাত্রা ঠেকানো যাচ্ছে না রাজ্যে ৷ চোখে পড়ার মতো সংগঠন না থাকলেও ভোটের ফল বলছে, বাম বাক্স খালি করে ভোট টেনেছে বিজেপি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2017 10:02 AM IST