রেশনের বিনামূল্যের চাল দেদারে বিক্রি হচ্ছে মুদির দোকানে ! ইবি হানায় গ্রেফতার দোকান মালিক

Last Updated:

রেশন ব্যবস্থাই এখন ভরসা যোগাচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে

#কলকাতা: লকডাউনে দু'বেলা দু'মুঠো খাবারের জোগানে এখন অনেকেরই ভরসা রেশন দোকান,  এখানে একাংশ পাচ্ছেন বিনামূল্যে চাল-সহ বিভিন্ন সামগ্রী। কার্যত রেশন ব্যবস্থাই এখন ভরসা যোগাচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে।
কলকাতা পুলিশের ইবি-র কাছে অনেকদিন ধরেই খবর ছিল নেতাজিনগর থানা এলাকার রেশনের চাল বাজারে বিক্রি হচ্ছে।  বেআইনিভাবে রেশনের চাল কীভাবে বাজারে এল ? শিকড়ে পৌঁছতে তদন্ত চলছিল। সোমবার দুপুরে আচমকাই নেতাজিনগর থানা এলাকার শ্রীকলোনির রামকৃষ্ণ ভাণ্ডারে হানা দেয় ইবি-র আধিকারিকরা। দেখা যায়, দোকানে দেদারে বিক্রি হচ্ছে  রেশনের বিনামূল্যের চাল। দোকানের মালিক বিজয় পোদ্দারের থেকে সেই চাল সম্পর্কে জানতে চাইলে মেলেনি কোনও সদুত্তর, বৈধ কাগজ-পত্রও দেখাতে পারেনি বিজয় পোদ্দার।
advertisement
জানা যায়, রেশনে যে চাল বিনামূল্যে মানুষের পাওয়ার কথা, তা-ই এই দোকানে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তল্লাশিতে দোকান থেকে উদ্ধার হয়  ২০টি বস্তা। পাশাপাশি মেলে ফাঁকা ৬টি বস্তা। বিজয় পোদ্দারকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে  ছেলে রাজু পোদ্দারের নাম। এই ঘটনার পর থেকেই রাজু পলাতক। মঙ্গলবার অভিযুক্ত বিজয় পোদ্দারকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে ইবি।
advertisement
advertisement
SUSOBHAN BHATTACHARYA
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেশনের বিনামূল্যের চাল দেদারে বিক্রি হচ্ছে মুদির দোকানে ! ইবি হানায় গ্রেফতার দোকান মালিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement