IVF at SSKM hospital: সরকারি পরিকাঠামোয় বিনামূল্যে আইভিএফ! শিগগিরই পরিষেবা শুরু হচ্ছে এসএসকেএম-এ

Last Updated:

নিঃসন্তান দম্পতিদের হতাশা দূর করতে এবার এগিয়ে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
 #কলকাতা: সন্তানের মুখ দেখতে চান প্রায় সব দম্পতিই। তবে শারীরিক নানান সমস্যার কারণে সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যেতে হয় তাঁদের মধ্যে অনেককে। সেই কথা মাথায় রেখেই সরকারি পরিকাঠামোয় এবার আইভিএফ চিকিৎসা শুরু হতে চলেছে!
নিঃসন্তান দম্পতিদের হতাশা দূর করতে এবার এগিয়ে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। খুব শিগগিরই এসএস কেএম হাসপাতালে শুরু হচ্ছে এই পরিষেবা। সরকারি পরিকাঠামোয় এই প্রথম নিঃসন্তান দম্পতিদের জন্য শুরু হচ্ছে আইভিএফ পরিষেবা।
advertisement
advertisement
মহিলাদের ক্ষেত্রে সন্তান ধারণের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলে ইন ভার্ট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। অন্য দিকে পুরুষদের জন্য হয় Intracytoplasmic Sperm Injection বা আইসিএসআই। পুরুষ এবং মহিলাদের দু-তরফা এই পদ্ধতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা এআ টি।
তবে এই দু'টি পদ্ধতিই অত্যন্ত ব্যয় সাপেক্ষ। বেসরকারি ক্ষেত্রে তাই এই চিকিৎসা করতে পিছপা হন বহু দম্পতিই। অনেক দম্পতিই যদিও বা এই চিকিৎসা করান, অনেক ক্ষেত্রেই সফলতা মেলে না। বহু দম্পতিই এই সমস্যা নিয়ে এসেও হতাশ হয়েই ফিরে যান। তাই এই সমস্যা সমাধানের কথা ভাবনাচিন্তা শুরু করেন রাজ্যে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। আর এর ফল স্বরূপ সরকারি পরিকাঠামোতে দেশের মধ্যে এই প্রথম বার এই রাজ্যেই সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির এসএসকে এম হাসপাতাল৷ ইতিমধ্যেই পাঁচশ দম্পতি এই চিকিৎসার জন্য নাম নথিভুক্ত করেছেন।
advertisement
পুরো চিকিৎসা বিষয়ে আইভিএফ পদ্ধতির অন্যতম  চিকিৎসক রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারের চিকিৎসা সংস্থার সঙ্গে এসএসকেএম হাসপাতাল গাঁটছড়া বেঁধেছে। এই বিষয়ে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার বলেন, "এটা আমাদের রাজ্যে প্রথম হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিনামূল্যে এই পরিষেবা মানুষের কাছে তুলে দিতে। তিনি নিজে কিছু বছর আগে একটা মিটিংয়ে আমাকে বলেছিলেন। তারপর থেকেই কাজ শুরু হয়েছে। আমার মনে হয়ে না বিশ্বে বিনামূল্যে এই পরিষেবা কোথাও আছে বলে।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
IVF at SSKM hospital: সরকারি পরিকাঠামোয় বিনামূল্যে আইভিএফ! শিগগিরই পরিষেবা শুরু হচ্ছে এসএসকেএম-এ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement