বাড়ি ফিরতে পারবেন চার নেতা, গৃহবন্দি অবস্থায় ভার্চুয়ালি সরকারি কাজের অনুমতি

Last Updated:

চার নেতার মধ্য়ে সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায় এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন৷

#কলকাতা: সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ক্রমশ জেল মুক্তি নিয়ে টালবাহানা চলেছে৷ অবশেষে বাড়ি ফেরার অনুমতি পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷ তবে বাড়ি ফিরলেও আপাতত তাঁদের গৃহবন্দি থাকতে হবে৷ তবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়েছে, বাড়ি থেকেই ভার্চুয়ালি সরকারি কাজ করতে পারবেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা৷ তাঁদের কাছে পাঠানো যাবে সরকারি ফাইলও৷
তবে চার নেতার মধ্য়ে সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায় এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের বেশ কিছু শারীরিক সমস্য়াও রয়েছে৷ ফলে এই অবস্থায় তাঁরা বাড়ি ফেরেন, নাকি হাসপাতালেই থাকেন, সেটাই দেখার৷
চার নেতার জামিন নিয়ে এ দিন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে মতানৈক্য হয়৷ দুই বিচারপতির মধ্যে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চার নেতাকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন৷ কিন্তু এই নির্দেশের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল৷ এর পরই মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর পক্ষে মত দেন দুই বিচারপতি৷ সেই বেঞ্চেই ঠিক হবে ফিরহাদ, সুব্রতদের জামিন ভাগ্য৷ ততদিন পর্যন্ত তাঁদের গৃহবন্দিই থাকতে হবে৷ এ দিন বেলা দুটো থেকেই বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হবে৷ তবে প্রায় ১০০ ঘণ্টা জেল হেফাজতে থাকার পর সম্ভবত আজই বাড়ি ফেরার অনুমতি পেতে চলেছেন চার নেতা৷ কারণ কিছুক্ষণের মধ্যেই ধৃতদের গৃহবন্দি থাকার নির্দেশ প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
এ দিন কলকাতা হাইকোর্টে সওয়াল করতে গিয়ে অভিযুক্তদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতিতে কোনও কাজই করতে পারছেন না সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের মতো মন্ত্রীরা৷ ফলে, তাঁরা যাতে অন্তত সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, সেই অনুমতি দিক আদালত৷ এর পরই আদালত সেই অনুমতি দিয়ে বলে, দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ভার্চুয়ালি সমস্ত প্রশাসনিক কাজ করতে পারবেন৷ তবে তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন না কোনও সরকারি অফিসার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়ি ফিরতে পারবেন চার নেতা, গৃহবন্দি অবস্থায় ভার্চুয়ালি সরকারি কাজের অনুমতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement