সংযুক্ত মোর্চায় ফের জট, দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধে প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক

Last Updated:

সংযুক্ত মোর্চার জোট গঠনের সময় প্রাথমিক শর্তই ছিল, কোনও আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না কোনও শরিক দল৷

#কলকাতা: প্রথম দফার নির্বাচনের আগে এক সপ্তাহও বাকি নেই৷ অথচ বাম-কংগ্রেস-আইএসএফ-এর জোট জট কাটছে না৷ এবার উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধেই প্রার্থী দিয়ে দিল বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক৷
বাম-কংগ্রেসের সঙ্গে আসন রফায় দেগঙ্গা আসনটি পেয়েছিল আইএসএফ৷ সংযুক্ত মোর্চার জোট গঠনের সময় প্রাথমিক শর্তই ছিল, কোনও আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না কোনও শরিক দল৷ এমন কি, সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে কোনও আসনেই বন্ধুত্বপূর্ণ লড়াইও হবে না৷
কিন্তু বাস্তবে আসন বণ্টন হওয়ার পরেই জটিলতা মাথাচাড়া দেয়৷ বামেদের বড় শরিক সিপিএমের সঙ্গে আইএসএফ-এর আসনরফা ভালয় ভালয় মিটলেও বাকি বেশ কিছু আসন আইএসএফ-কে ছাড়ার বিষয়ে বেঁকে বসে ফরওয়ার্ড ব্লকের মতো দল৷ আবার কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়েও জটিলতা শুরু হয় আব্বাস সিদ্দিকির দলের৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত আসন রফা চূড়ান্ত হলেও মালদহ, পুরুলিয়া সহ একাধিক আসন রফা নিয়ে জটিলতা রয়েই গিয়েছে৷ যেমন মালদহের হরিশচন্দ্রপুরে কংগ্রেস প্রার্থী দিলেও সেই আসনটি ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক৷ একই সমস্যা দেখা দিয়েছে পুরুলিয়াতেও৷ এবার দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধে প্রার্থীই ঘোষণা করে দিল ফরওয়ার্ড ব্লক৷ দেগঙ্গায় করিম আলিকে প্রার্থী করেছিল আইএসএফ৷ পাল্টা ওই আসনে হাসানুজ্জামান চৌধুরীকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক৷ শেষ পর্যন্ত শরিক দলগুলির এই বিদ্রোহ বড় শরিক সিপিএম মেটাতে পারে কি না, সেটাই এখন দেখার৷ তা না হলে জোট জটিলতা আরও বাড়তে পারে৷ তবে এ বিষয়ে এখন ফরওয়ার্ড ব্লক বা বামেদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ প্রতিক্রিয়া মেলেনি আইএসএফ-এরও৷
advertisement
Ujjal Roy
বাংলা খবর/ খবর/কলকাতা/
সংযুক্ত মোর্চায় ফের জট, দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধে প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement