TMC Brigade Rally: 'রাজ্যে দিদি আছে যার ওয়ারেন্টি আছে', ব্রিগেড থেকে বিজেপিকে কটাক্ষ কীর্তি আজাদের

Last Updated:

TMC Brigade Rally: ব্রিগেডের মঞ্চে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সভায় তৃণমূলের হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকাকেক সমালোচনা করলেন কীর্তি আজাদ।

কলকাতা: রবিতে তৃণমূলের মেগা ব্রিগেড। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ নানা ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপধ্যায়। জনগর্জন সভা থেকে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সভায় তৃণমূলের হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কীর্তি আজাদ।
ব্রিগেডের ময়দান থেকে কীর্তি আজাদ বলেন,”আগামী ৬ মাসে আমার ইচ্ছা থাকবে আরও ভালো করে বাংলা বলতে শেখা। নরেন্দ্র মোদী এসে বাংলায় বলেছিলেন, নিজে খাবো না কাউকে খেতে দেব না। কিন্তু আজকের ভারতের যা পরিস্থিতি, যে রাজ্যে ক্ষমতা নেই সেখানে ভাই এর সঙ্গে ভাই এর লড়াই করিয়ে দাও। গ্যাসের দাম বাড়িয়ে ৪০০ টাকা থেকে করে ১২০০ টাকা করেছো সেখানে ১০০ টাকা কমিয়ে কি হবে? বিজেপির এই নীতি আমি মানতে পারিনি। আমি খুব খুশি যে বিজেপি থেকে সরিয়ে দিয়েছে, আর দিদি আমাদের আপন করে নিয়েছে। কিন্তু এখানে দিদি আছে যার ওয়ারেন্টি আছে।”
advertisement
তৃণমূল সূত্রে খবর, এবার রাজ্যে লোকসভা ভোটের প্রার্থী হতে পারেন কীর্তি আজাদ। সম্ভবত দুর্গাপুর – বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিমধ্যে দুর্গাপুরের একাধিক জায়গায় পরিদর্শন করছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা গিয়েছে তাঁকে। দলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার ব্রিগেডের সভা থেকেই লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। একইসঙ্গে ব্রিগেডের ময়দান থেকে লোকসভা ভোটের আগে কর্মীদের কী বার্তা দেন মমতা-অভিষেক সেদিকেই নজর সকলের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Brigade Rally: 'রাজ্যে দিদি আছে যার ওয়ারেন্টি আছে', ব্রিগেড থেকে বিজেপিকে কটাক্ষ কীর্তি আজাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement