Ashish Banerjee: বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Ashish Banerjee New Deputy Speaker: ২ জুলাই, শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার হবে ডেপুটি স্পিকার নির্বাচন।

কলকাতা: ডেপুটি স্পিকার হচ্ছেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। গত মাসেই নবান্ন থেকে এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,  ডেপুটি স্পিকার পদে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে না ৷  ২ জুলাই, শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। এর পরে অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার শোকপ্রস্তাবের পরে মুলতুবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। ওই দিনই হবে ডেপুটি স্পিকার নির্বাচন। তৃণমূলের পক্ষে আগেই এই পদে তাঁদের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল।
advertisement
গত মাসে রাজভবনে ৪৩ জন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবান্নের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রীরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ডেপুটি স্পিকার করা হবে প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক। এর আগে তিনি রাজ্য মন্ত্রী সভার সদস্য ছিলেন। তিনি কৃষি মন্ত্রীও ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ashish Banerjee: বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement