Biswanath Chowdhury death: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ করে অর্ধ দিবস ছুটি ঘোষণা মমতার!

Last Updated:
প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী৷
প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী৷
কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী৷ বাম আমলে দীর্ঘদিন রাজ্যের কারা এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ আজ সকাল ৬.৪০ মিনিটে এসএসকেএম হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে বিশ্বনাথ চৌধুরীর ক্যানসারের চিকিৎসা চলছিল৷ কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ টানা সম্ভব হচ্ছিল না তাঁর পরিবারের পক্ষে৷ এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বিশ্বনাথবাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন৷ গত ১৬ জুলাই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷
advertisement
advertisement
বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এল না।এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই।প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।’
advertisement
১৯৭৭ সালে বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন বিশ্বনাথ চৌধুরী৷ এর পর ২০১১ সাল পর্যন্ত টানা ছ বার ওই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি৷ ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে পরাজিত হন বিশ্বনাথবাবু৷ যদিও ২০১৬ সালে ফের বালুরঘাট থেকে জয় পান তিনি৷ সবমিলিয়ে ৭ বার বালুরঘাট থেকে আরএসপির বিধায়ক নির্বাচিত হন বিশ্বনাথ চৌধুরী৷ মন্ত্রিত্বের দায়িত্ব সামলান টানা ২৪ বছর৷
advertisement
১৯৮৭ সালে প্রথমবার মন্ত্রী হন বিশ্বনাথ চৌধুরী৷ ২০১১ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব সামলান তিনি৷ প্রয়াত প্রাক্তন মন্ত্রীর দেহ এসএসকেএম হাসপাতাল থেকে বালুরঘাটে নিয়ে যাওয়া হবে৷ সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Biswanath Chowdhury death: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ করে অর্ধ দিবস ছুটি ঘোষণা মমতার!
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement