CPIM Leader attended Mamata Banerjee rally| বামেদের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মঞ্চেই হাজির প্রাক্তন বামনেতা
- Published by:Arka Deb
Last Updated:
CPIM Leader attended Mamata Banerjee rally| মমতা বন্দোপাধ্যায়ের সাথে একই মঞ্চে হাজির থাকলেন প্রবীণ বাম নেতা বাদল ভট্টাচার্য
#কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে বামেদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সকাল বিকাল তিনি প্রচার সারছেন বিধানসভা জুড়েই। যদিও তাঁর প্রচারে দেখা মিলল না চেতলার প্রবীণ নেতা বাদল চট্টোপাধ্যায়ের (CPIM Leader attended Mamata Banerjee rally)। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভার পাশাপাশি, চেতলায় মমতার সভা মঞ্চেও দেখা গেল ৮৪ বছর বয়সি বৃদ্ধকে। দুই সাংসদ মালা রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরুপ বিশ্বাসের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে হাজির থাকলেন এই বাম নেতা। অচিরেই এই ঘটনা অন্যতম নজরকাড়া বিষয় হয়ে উঠল মমতা বন্দোপাধ্যায়ের বুধবারের নির্বাচনী সভায়।
এর আগে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় উপস্থিত ছিলেন এই প্রবীণ বামপন্থী নেতা (CPIM Leader attended Mamata Banerjee rally)। শুধু তাই নয়, সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আবেদনও জানিয়েছিলেন বামপন্থী শিক্ষক নেতা বাদল চট্টোপাধ্যায়। চেতলার অহীন্দ্র মঞ্চের সেই কর্মিসভায় উপস্থিত ছিলেন বাদল চট্টোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুরুর আগে তাঁকে মঞ্চে নিয়ে এসেছিলেন তৃণমূল নেতা তথা রাজ্য পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement
সেদিন কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য পেশ করার আগে বলার সুযোগ করে দিয়েছিলেন প্রবীণ বাম নেতাকে। হাতে মাইক নিয়ে ৮৪ বছর বয়সি নেতা বলেছিলেন, 'গোটা বাংলা জিতে বসে রয়েছেন মমতা। কেন তাঁকে ফের নতুন করে লড়াই করতে হবে? সমস্ত রাজনৈতিক দল সমস্ত সংগ্রামী মানুষের কাছে আমার আবেদন মমতাকে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতাতে পারি আমরা। কেউ যাতে সাহস না করেন তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর।'
advertisement
advertisement
মমতার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বামেদের ভরসা তারুণ্য। ভবানীপুরে বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন সিপিএমের আইনজীবী নেতা শ্রীজীব বিশ্বাস। তবে বাম প্রার্থীর হয়ে গলা না ফাটিয়ে চেতলার প্রবীণ বাম নেতাকে দেখা যাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের সভায় হাজির থাকতে। বুধবার মঞ্চে বাকি তৃণমূলের প্রথমসারির নেতাদের সঙ্গে বহুক্ষণ বসে থাকতেও দেখা যায় বাদল চট্টোপাধ্যায়কে।
advertisement
বিজেপি ঠেকাতে মমতাই যে ভরসা, এদিন সেকথা বুঝিয়ে দিতেই তৃণমূলের মঞ্চে দেখা যায় বামপন্থী এই নেতাকে।ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই একটা অডিও ভিজুয়াল বানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতেও স্থান পেয়েছে বাদল বাবুর সেদিনের বক্তব্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 8:14 AM IST