Volvo Bus in Kolkata: চরম দুঃসংবাদ! ডিজেলের চড়া দামে বন্ধের মুখে বেসরকারি ভলভো বাস পরিষেবা

Last Updated:

Volvo Bus in Kolkata: প্রতি ক্ষেত্রেই ১০০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বেসরকারি ভলভো বাস পরিষেবায়।

ভলভো বাস নিয়েও এবার চিন্তা
ভলভো বাস নিয়েও এবার চিন্তা
#কলকাতা: দূরপাল্লার সরকারি বাতানুকূল বাসের ভাড়া অপরিবর্তিত থাকলেও বেসরকারি বাতানুকূল বাসের ভাড়া এক ধাক্কায় অনেকটাই বাড়ল। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, সমস্ত রুটেই ভাড়া বাড়ল। প্রতি ক্ষেত্রেই ১০০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। লাগামছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা, বলছেন বাস কোম্পানির প্রতিনিধিরা।
এরই মধ্যে একাধিক রুটের বাস বন্ধ হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি রুটে ভলভো (Volvo Bus) বন্ধ। বাকি রুটের বাসের সংখ্যা দিনে ৩০ থেকে কমে ৪ বা ৫ করে দেওয়া হয়েছে। তাঁদের কথায়,"যাত্রীও খুব একটা হচ্ছে না। জ্বালানির দাম এতটাই বেশি হয়েছে যে ভাড়া না বাড়িয়ে আর উপায় ছিল না।" তবে সরকারি এসি বাসের সমস্ত রুটের ভাড়াই অপরিবর্তিত রয়েছে। সরকার যেখানে ভাড়া বাড়ানোর বিপক্ষে সেখানে কীভাবে বেসরকারি বাসে এত ভাড়া বাড়ানো হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।
advertisement
advertisement
যাত্রীদের বক্তব্য,"বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেরই রোজগার কমেছে। তবে এক লাফে ১০০ টাকা করে ভাড়া বৃদ্ধি আমাদের উপর যথেষ্টই চাপ বাড়াচ্ছে। নিরুপায় হয়েই বাড়তি ভাড়া দিয়ে নিজেদের গন্তব্যে যেতে হচ্ছে।" গণপরিবহন এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বেসরকারি বাস মালিকরা সরকারের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও সরকার এখনই ভাড়া বাড়ানোর ব্যাপারে রাজি নয়। যদিও বেসরকারি বাস পরিষেবার অনেক ক্ষেত্রেই যাত্রীরা নির্দিষ্ট ভাড়া থেকে বেশি নেওয়ার অভিযোগ করছেন।
advertisement
বর্তমান পরিস্থিতিতে বেসরকারি এসি ভলভো-তে এক লাফে ১০০ টাকা ভাড়া বৃদ্ধিকে যে সমর্থন করছে না পরিবহণ দফতর, তা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের কথাতেই স্পষ্ট। নিউজ ১৮ বাংলা-র কাছ থেকে ভাড়া বৃদ্ধির বিষয়টি জেনে ফিরহাদ হাকিমের বক্তব্য, "বেসরকারি লাক্সারি বাসের ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না। আমি পরিবহণ সচিবকে তাও বলব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। ভাড়া বৃদ্ধি ঠিক নয়।"
advertisement
প্রসঙ্গত, বেসরকারি Ac Volvo -র ধর্মতলা থেকে আসানসোল ভাড়া ছিল ৪৫০ টাকা। এখন সেটা দাঁড়াল ৫৫০ টাকা। দুর্গাপুর পর্যন্ত ছিল ৪১০ টাকা। সেটা বেড়ে হল ৫১০ টাকা। রানীগঞ্জ ছিল ৪৩০ টাকা, বেড়ে হল ৫৩০ টাকা। শিলিগুড়ি পর্যন্ত ছিল ১২০০ ‌টাকা। সেটা এখন ১৩০০ ‌টাকা। বালুরঘাট ছিল ৭৫০ টাকা থেকে বেড়ে হল ৮৫০ টাকা। তবে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) কিংবা অন্যান্য সরকারি এসি বাস পরিষেবার ভাড়া সমস্ত রুটেই অপরিবর্তিত রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Volvo Bus in Kolkata: চরম দুঃসংবাদ! ডিজেলের চড়া দামে বন্ধের মুখে বেসরকারি ভলভো বাস পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement