রাজ্য জুড়ে আরও তিনদিন টানা বৃষ্টি !
Last Updated:
রাজ্য জুড়ে আরও তিনদিন টানা বৃষ্টি !
#কলকাতা: রাজ্য জুড়ে টানা বৃষ্টি চলবে আরও তিনদিন। কলকাতা সহ দক্ষিনবঙ্গে বৃহষ্পতিবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টি। কিছু জায়গায় রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জোড়া ঘূর্নাবর্তের জেরেই গোটা রাজ্যে চলবে বৃষ্টির তাণ্ডবলীলা!
আজ সকাল থেকেই কলকাতায় মুষলধারায় বৃষ্টি! সবথেকে বেশি বৃষ্টি হয়েছে তপসিয়ায়। শুধু কলকাতা নয়! রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সকাল থেকেই চলছে বৃষ্টির তাণ্ডবলীলা ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় জেলাগুলিতে ভারী বৃষ্টির শুরু হয়েছে ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৷
বৃষ্টির কারণে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকে। সতর্ক করা হল বিপর্যয় মোকাবিলা দলকেও ৷ সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতর থেকেও শুরু হয়েছে কড়া নজরদারি ৷
advertisement
advertisement
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৷ উপকূল ও বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও দিনভর বৃষ্টি হতে পারে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2018 5:29 PM IST