প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথবাসীদের
Last Updated:
নাগাড়ে বৃষ্টি কলকাতার বুক ভিজিয়েছে। ঝলসে যাওয়া গরমে স্বস্তির ফোঁটায় আপ্লুত তিলোত্তমা।
#কলকাতা: নাগাড়ে বৃষ্টি কলকাতার বুক ভিজিয়েছে। ঝলসে যাওয়া গরমে স্বস্তির ফোঁটায় আপ্লুত তিলোত্তমা। কিন্তু অঝোর ধারা কারও কারও জীবনে ডেকে এনেছে যন্ত্রণা। বৃষ্টি তাঁদের দিয়েছে দুশ্চিন্তা।
রাত থেকে কখনও ঝমাঝম। কখনও টিপটিপ। কলকাতা স্নান করছে অঝোর ধারায়। আনাচে কানাচে বৃষ্টির ভাল লাগা। কিন্তু এই বর্ষা কারও কারও চোখ ভেজায়। নাগাড়ে বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথে।
advertisement
advertisement
কেউ রিকশ বা ঠেলাগাড়ি চালান, কেউ আবার মুটে। পরিচারিকার কাজ করেন কেউ। ঠিকানা ফুটপাথ। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাথেই মায়ের আদর। খোলা আকাশের নীচে সংসার। ত্রিপল থাকলেও ছেঁড়া।
বৃষ্টিতে আঁচ নেই উনুনে। নিভন্ত চুল্লিতে চিন্তা ধরায় পেট। শুকোতে দেওয়া কাপড় জামা বৃষ্টিতে ভিজে একসা। অশীতিপর চোখে দুশ্চিন্তা ঘনায় মেঘের মতই।
advertisement
মেঘের ডানা ঝাপটে বৃষ্টি এসেছে। স্বস্তির ফোঁটা কলকাতার গলা ভেজালেও কোথাও কোথাও জমাট বেঁধেছে মন খারাপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2018 9:14 AM IST