One Nation One Ration in WB| এক দেশ এক রেশন, চলতি মাসেই আধার সংযুক্তিকরণের কাজ শেষ করতে চায় খাদ্য দফতর
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
One Nation One Ration in WB| আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য ও রেশন ডিলার সংগঠন।
#কলকাতা: ৩১ জুলাইয়ের মধ্যে গোটা দেশে ‘এক দেশ এক রেশন’ (One Nation One Ration in WB) ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ব্যবস্থা চালু করার জন্য রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। ইতিমধ্যেই এই রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে দু’দফায় রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া চলছে। তারপর অগস্ট ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাদ পড়ে যাওয়া গ্রাহকদের জন্য এলাকাভিত্তিক বিশেষ শিবির করা হবে বলে রাজ্য সরকার জানাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে কী ভাবে জুলাইয়ের মধ্যে এক দেশ এক রেশন ব্যবস্থায় যুক্ত হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য ও রেশন ডিলার সংগঠন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এক দেশ ব্যবস্থায় রাজ্য অংশ নেবে। তবে তার জন্য কিছুটা সময় লাগবে।'দুয়ারে রেশন' এর পর এবার রাজ্য খাদ্য দফতর চালু করছে 'দুয়ারে আধার নম্বর'। রেশন গ্রাহকদের জন্যে এবার চালু করা হচ্ছে 'দুয়ারে আধার নম্বর' সংযুক্তিকরণ কর্মসূচী। রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে এই কাজ। ইতিমধ্যেই দফতরের তরফে যোগাযোগ করা হয়েছে 'ওয়েবেল টেকনোলজি লিমিটেড' এর সাথে। এর ফলে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হবে। এর পরেও যদি কারও নাম সংযুক্তিকরণ না হয়ে যায়, তাহলে এলাকা ভিত্তিক শিবির খোলা হবে।কেন্দ্রীয় নিয়মানুযায়ী ও দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী আগস্ট মাস থেকে রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। রাজ্যের খাদ্য দফতর ইতিমধ্যেই বিভিন্ন রেশন ডিলারদের এই বিষয়ে জানিয়ে দিয়েছে। জুলাই মাসের মধ্যেই তারা যাতে আধার সংযুক্তিকরণের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দিতে পারে।
advertisement
এই কাজ করতে গেলে পূরণ করতে হবে ১১ নম্বর ফর্ম। আধার সংযুক্তিকরণ হয়ে গেলে, রেশন ডিলারদের কাছে থাকা ই-পস মেশিনে অনলাইন মারফত যুক্ত হয়ে যাবে। যার ফলে খাদ্য দ্রব্য গ্রাহকরা নিলেই সাথে সাথে খাদ্য দফতর জানতে পেরে যাবে ওই গ্রাহকের পরিচয়। যা কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হয়ে যাবে। সুপ্রিম কোর্টের আদেশের পরেই, গত সপ্তাহে রেশন নিয়ে মিটিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বর্তমান ও প্রাক্তন দুই খাদ্যমন্ত্রী হাজির ছিলেন। সেখানেই তিনি দ্রুত আধার সংযুক্তিকরণের নির্দেশ দেন। তারপরেই কাজ শুরু করে দেয় খাদ্য দফতর। কাজ করছে রাজ্য সরকারি সংস্থা ওয়েবেল। ইতিমধ্যেই রেশন গ্রাহকরা নিজেরাই অনেকে আধার সংযুক্তিকরণ করার কাজ করছেন। কিন্তু অনেকেই এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নন।তাই ওয়েবেল এজেন্সি নিয়োগ করেই বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করতে চাইছে। ইতিমধ্যেই দেশে চালু হচ্ছে, 'এক দেশ, এক রেশন' ব্যবস্থা। এই ব্যবস্থায় আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। ই-পস মেশিনে যাচাই করা হবে আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2021 8:12 AM IST