উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করে এরাজ্যেও এনকাউন্টারের নিদান বিজেপি নেতা সায়ন্তন বসুর

Last Updated:
#কলকাতা: রাজ্যে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ মডেলে এনকাউন্টার। হুঁশিয়ারি রাজ্য বিজেপি নেতাদের। ভোট মেটার পর থেকেই রাজ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ। মৃত্যুর সংখ্যা লাফিয়ে বেড়েছে। সেই আবহে বিজেপি নেতাদের মন্তব্য আগুনে ঘি ঢালবে না তো?
ক্ষমতায় এসে দুষ্কৃতীরাজ নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ পুলিশকে এনকাউন্টারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করতেও এনকাউন্টারের অভিযোগ। একের পর এক এনকাউন্টারে অস্বস্তি বাড়ছে যোগী সরকারের। একাধিক মামলা ঝুলছে সুপ্রিম কোর্টেও।
এবার সেই উত্তরপ্রদেশ মডেল রাজ্যেও প্রয়োগের হুমকি বিজেপি নেতাদের। বাঁকুড়ায় রাজু বন্দ্যোপাধ্যায় আর বসিরহাটে সায়ন্তন বসুর কথায় সেই হুমকি। এদিন বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, হয় গ্রেফতার, নয় এনকাউন্টার ৷ উত্তরপ্রদেশ মডেল হবে এরাজ্যেও ৷ অপরাধীদের আর সুযোগ নয় ৷
advertisement
advertisement
বিজেপি নেতাদের এনকাউন্টার হুমকির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস নেতারা আবার কাঠগড়ায় তুলছেন তৃণমূল ও বিজেপি, দুই পক্ষকেই। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এনকাউন্টারের রাজনীতি সমর্থন করি না ৷ তৃণমূলের পথেই চলার চেষ্টা বিজেপির ৷ সেই একইসুরে কংগ্রেস নেতা মান্নানের বক্তব্য, এনকাউন্টারের রাজনীতি কাম্য নয় ৷
ভোটের ফল বেরিয়ে গেলেও রাজনৈতিক হিংসা থামছে না রাজ্যে। মৃত্যুও হচ্ছে। তারমধ্যে বিজেপি নেতাদের এনকাউন্টার হুমকি আগুনে ঘি ঢালবে বলেই আশঙ্কা আমজনতার। তাঁদের প্রশ্ন, এনিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালে রাজনৈতিক দলগুলো কি দায় নেবে?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করে এরাজ্যেও এনকাউন্টারের নিদান বিজেপি নেতা সায়ন্তন বসুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement