Kolkata Airport| ওড়ার ঠিক আগেই সশব্দে ফাটল চাকা! কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লিগামী বিমান!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kolkata Airport| অল্পের জন্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পাইলটের তৎপরতার জন্যেই যাত্রীরা রক্ষা পেয়েছেন, মনে করছেন যাত্রীরা।
#দমদম: কলকাতা বিমানবন্দরে দিল্লি গামী এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা ফেটে বিরাট বিপত্তি। সশব্দে চাকাটি ব্লাস্ট করায় সাড়া পড়ে যায়। শেষমেশ আর বিমানটি উড়তে পারেনি। বিমানটি সেসময় যাত্রী বোঝাই ছিল। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত অবশ্য যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকলেই বলছেন, অল্পের জন্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পাইলটের তৎপরতার জন্যেই যাত্রীরা রক্ষা পেয়েছেন, মনে করছেন যাত্রীরা।
আজ সকালে কলকাতা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 402 যখন ট্যাক্সি বে থেকে রান বে গিয়ে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের পেছনের চাকা সশব্দে ফেটে যায়। বিপত্তি বুঝতে পেরে পাইলট তড়িঘড়ি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি ঘুরিয়ে পুনরায় ট্যাক্সি বে তে নিয়ে আসা হয়। বিমানে থাকা ২২৬ জন যাত্রী এবং ১ পাইলট আট কেবিন ক্রুকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। বিমানটিকে টার্মিনাল বিল্ডিংয়ের সামনে ফলো মি গাড়ির সাহায্যে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বিমানটি মেরামতের কাজ চলছে।
advertisement
বিস্তারিত আসছে-
advertisement
-Anup Chakrabarty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2021 1:32 PM IST