রেস্তোরাঁয় খেতে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া, বিধাননগরে আক্রান্ত পাঁচ তরুণী! মারধরের অভিযোগ

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: ঘটনার সূত্রপাত সোমবার রাতে৷ আক্রান্ত ওই তরুণীদের অভিযোগ, রাতে খাওয়া দাওয়া করতে বিধাননগরের কাছে ই এম বাইপাসের উপরে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তাঁরা৷ ওই রেস্তোরাঁয় শৌচালয় না থাকায় এক তরুণী পাশেই সুলভ শৌচালয়ে যান৷ কিন্তু সেই শৌচালয়টি বন্ধ থাকায় ওই তরুণী তার পাশেই এক জায়গায় শৌচকর্ম সারেন৷
অভিযোগ, সেই সময় স্থানীয় একটি বাড়ির বাসিন্দারা ওই তরুণীর উপরে চড়াও হয়৷ তাদের সঙ্গে যোগ দেন এলাকার কিছু বাসিন্দাও৷ ওই তরুণীকে বাঁচাতে তাঁর বান্ধবীরাও এগিয়ে যান৷ অভিযোগ, সেই সময় ওই পাঁচ তরুণীকে রীতিমতো রড, লাঠি দিয়ে মারধর করা হয়৷ ঘুষিও মারা হয় বলে অভিযোগ৷ খবর পেয়ে এক তরুণীর বাবা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
ওই তরুণীদের অভিযোগ, ঘটনার সময় তাঁরা ১০০ ডায়ালে ফোন করে সাহায্য চান৷ কিন্তু সেই সময় ওই এলাকা মানিকতলা নাকি বিধাননগর উত্তর থানার অধীনে পড়ে তা নিয়ে বিভ্রান্তিতে পুলিশ প্রাথমিক ভাবে তৎপর হয়নি বলেও অভিযোগ। এমন কি, ঘটনাস্থলে থাকা কলকাতা পুলিশের এক সার্জেন্টও সাহায্যে এগিয়ে আসেননি বলে অভিযোগ।পরে অবশ্য বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে৷
advertisement
মঙ্গলবার সন্ধ্যাবেলা ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্তদের বাড়িতে তালা দেওয়া৷ যে রেস্তোরাঁয় গিয়ে এই ঘটনা, সেটিও বন্ধ ছিল৷ পুলিশ সুত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেস্তোরাঁয় খেতে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া, বিধাননগরে আক্রান্ত পাঁচ তরুণী! মারধরের অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement