Bonny Sengupta: একা বনি নন, ইডি-র নজরে টলিউডের আরও পাঁচ অভিনেতা-অভিনেত্রী! যে কোনও দিন তলব

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ দিনই নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের৷ এ দিন ইডি দফতরে ডেকে অভিনেতাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷

বনি ছাড়াও নজরে আরও বেশ কয়েকজন অভিনেতা- অভিনেত্রী।
বনি ছাড়াও নজরে আরও বেশ কয়েকজন অভিনেতা- অভিনেত্রী।
কলকাতা: একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা৷ এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ দিনই নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের৷ এ দিন ইডি দফতরে ডেকে অভিনেতাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷ কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে নিজেই স্বীকার করেছেন বনি৷
advertisement
advertisement
অভিনেতার দাবি, গাড়ি কেনার জন্য ২০১৭ সালে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি৷ যদিও সেই টাকার বিনিময়ে তিনি কুন্তলের হয়ে বহু অনুষ্ঠান এবং শোয়ে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন বনি৷ তবে কোনওরকম চুক্তি ছাড়াই তিনি এই টাকা নিয়েছিলেন বলে স্বীকার করে নিয়েছেন বনি সেনগুপ্ত৷
advertisement
একা বনি নন, তাঁর বান্ধবী এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছে এই বিতর্কে৷ কারণ কুন্তলের সূত্রেই দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর নাম পেয়েছিল ইডি৷ কুন্তলের থেকে ৫০ লক্ষ টাকা গিয়েছিল কুন্তলের অ্যাকাউন্টে৷ সোমা চক্রবর্তী নামে ওই মহিলার অবশ্য দাবি, তিনি কুন্তলের থেকে ওই টাকা ধার হিসেবে নিয়েছিলেন৷
advertisement
জানা গিয়েছে, এই সোমা চক্রবর্তীর নেল আর্ট পার্লারেরই উদ্বোধনে গিয়েছিলেন কৌশানী৷ অভিনেত্রী অবশ্য দাবি করেছেন, পেশাদার শিল্পী হিসেবেই টাকার বিনিময়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি৷ পার্লারের হয়ে একটি ফটোশ্যুটও করেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bonny Sengupta: একা বনি নন, ইডি-র নজরে টলিউডের আরও পাঁচ অভিনেতা-অভিনেত্রী! যে কোনও দিন তলব
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement