রাজারহাটে তৈরি হচ্ছে প্রথম আরবান ফরেস্ট, থাকবে হাতি-হরিণ ও বিভিন্ন পাখি
Last Updated:
ইট কাঠ পাথরের জঙ্গলে সত্যিকারের বনভূমি! শহরের ধূসর-কালোর মাঝে ঘন সবুজ-নীলের পোঁচ। কলকাতায় দ্বিতীয়, রাজারহাটে প্রথম এমন জঙ্গল তৈরির উদ্যোগ নিয়েছে নগরোন্নয়ন দফতর।
#কলকাতা: ইট কাঠ পাথরের জঙ্গলে সত্যিকারের বনভূমি! শহরের ধূসর-কালোর মাঝে ঘন সবুজ-নীলের পোঁচ। কলকাতায় দ্বিতীয়, রাজারহাটে প্রথম এমন জঙ্গল তৈরির উদ্যোগ নিয়েছে নগরোন্নয়ন দফতর। চিহ্নিত হয়েছে জমিও। শুধু জল-জঙ্গলই নয়। তাতে থাকবে হাতি-হরিণ আর হারিয়ে যেতে বসা বিভিন্ন পাখি।
শহরের বুকে একটুকরো জঙ্গল! শুনে আশ্চর্য হচ্ছেন? ভাবছেন, কীভাবে সম্ভব?
বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি হওয়া জঙ্গলের এবার রাজারহাটে এমন উদ্যোগ বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে নগরোয়ন্নন দফতর।
advertisement
- রাজারহাটের অ্যাকশন এরিয়া ওয়ানে তৈরি হবে জঙ্গল
- থাকবে বিরাট জলাশয়ও
শহরের রোদ-জ্বলা রাস্তা। তার মাঝেই ঘন শ্যামল ছায়া। ইকো পার্কের কাছে, শহর থেকে অনেক দূরে না গিয়েই চোখের আরাম।
advertisement
- রাজারহাটে চিহ্নিত হয়েছে ৩ একর জমি
- জঙ্গলে থাকবে আকাশমণি, অর্জুন, লম্বু, কৃষ্ণচূড়া, অশোক, মেহগনি ও শাল গাছ
- থাকবে আম, জাম, মহুয়া, সবেদা, পেয়ারা, নারকেল ও আঙুরের মতো ফলের গাছও
- সব মিলিয়ে মোট ৮ থেকে ১০ হাজার গাছ থাকবে জঙ্গলে
advertisement
- ২ বছরের মধ্যে শেষ হবে প্রকল্প
- প্রকল্পের দায়িত্বে গ্রিন ফর লাইফ ফাউন্ডেশন নামে একটি সংস্থা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2018 11:24 AM IST