আবার সেই নভেম্বর, সেই কসবা... রাত দুপুরে চলল গু*লি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে যুবক
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
গুলি চলার সময় ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর। উদ্ধার হয়েছে কার্তুজের খোল। ছিল খাবারের প্যাকেট, মদের বোতল। কী কারণে চলল গুলি? চলছে তদন্ত।
কলকাতা: সেই নভেম্বর, সেই কসবা। ফের চলল গুলি। পুলিশ সূত্রে খবর, কসবা বোসপুকুর প্রান্তিক পল্লীতে রাত ১১ টা নাগাদ গুলি চালানোর শব্দ পাওয়া যায়। জখম হন এক যুবক। আহত যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, একটি পরিত্যক্ত জায়গায় বুধবার রাতে কয়েকজন জমায়েত করে খাওয়া দাওয়া করছিল। গুলি চলার সময় ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর। উদ্ধার হয়েছে কার্তুজের খোল। ছিল খাবারের প্যাকেট, মদের বোতল। কী কারণে চলল গুলি? চলছে তদন্ত।
advertisement
advertisement
প্রসঙ্গত গত বছর এই নভেম্বর মাসেই অ্যাক্রোপলিস মলের কাছে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয়। তাঁকে লক্ষ্য করে বন্দুক তাক করে এক দুষ্কৃতী। সে সময় জানা য়ায় তিনবার হামলার ছক করা হয়েছিল কাউন্সিলরকে! আগেও দু’বার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত গুলজারের দাবি, ২০২৪-এর জুলাই এবং অক্টোবরের পুজোর মধ্যে মারার ছক করা হয়েছিল তবে দুবার প্লান ভেস্তে যায়। তারপরেও কেন এলাকায় দুষ্কৃতীরাজ, প্রশ্ন উঠছে। রাত এগারোটা নাগাদ গুলির শব্দ শুনে চমকে ওঠেন বাসিন্দারা। জানা যাচ্ছে যুবকের বাঁ হাতের তালুতে গুলি লেগেছিল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2025 9:31 AM IST






