কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পরেই পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করেন দলের নেতারাও৷ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যেভাবে কোটি কোটি নগদ উদ্ধার হয়েছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করেছিল বলে যুক্তি দিয়েছিলেন তৃণমূল নেতারা৷
এবার রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যেই দাবি করলেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তা সবার কাছে লজ্জার৷ এই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি চিনতেন না৷ একই সঙ্গে ফিরহাদ দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়কে বিশ্বাস করে ঠকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: শুধু 'চাকরি বিক্রি'-ই নয়, 'বদলি বিক্রি'-ও করতেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়, বলছে ED
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের মতো নিচু তলার নেতাদের সঙ্গে পার্থর যোগের ইঙ্গিত পেয়েছে ইডি৷ আদালতে সেকথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, 'কী হয়েছে আমি জানি না৷ তবে যেটা হয়েছে কাম্য না৷ কোর্টে প্রমাণ হয়নি, তবু সত্যিই সত্যিই টাকা নিয়ে চাকরি দেওয়াটা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার৷ এই পার্থদাকে আমি চিনতাম না৷ এই পার্থদা আমার কাছে নতুন৷ পার্থদার সঙ্গে বহু বছর একসঙ্গে রাজনীতি করেছি৷ স্বপ্নেও ভাবতে পারিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবেন৷ কারও অধিকার হরণ করে অন্য কাউকে চাকরি দেওয়া হয়ে থাকলে সেটা পাপ, অন্যায়৷'
দুর্নীতি কাণ্ডে যত তৃণমূল নেতাদের নাম জড়াচ্ছে, ততই বিরোধীরা দুর্নীতি ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে৷ যদিও বিরোধীদের পাল্টা জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্বাস করে ঠকেছেন তিনি৷ চাঁদে দাগ থাকতে পারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দাগ থাকতে পারে না৷ তিনি কোনও অন্যায় করতে পারেন না৷ কাউকে বিশ্বাস করাটা তো অপরাধ নয়৷ এত বড় সংগঠনে বিশ্বাস রাখতেই হবে৷'
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে এখনই ৩৫০ কোটির হদিশ! ইডি বলছে, শান্তনুর মোবাইল 'সোনার খনি'
যদিও ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'ফিরহাদ হাকিমকে বলব একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন৷ কী ছিলেন আর কী হয়েছেন৷ কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয়, কিন্তু বিশ্বাস করে ভাগ নেওয়াটা অপরাধ৷'
বিজেপি নেতা রাহুল সিনহাও বলেন, য'খন ফিরহাদ হাকিম নারদার টাকা হজম করেছিলেন তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন? তাহলে ধরে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন৷ আর মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বসে যদি কেউ এত বড় দুর্নীতি করেন, আর সেটা উনি জানতে না পারেন, তাহলে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরে দাঁড়ানো উচিত৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim, Mamata Banerjee, Partha Chatterjee, TMC