কল্যাণী সীমান্ত লোকাল থেকে ধোঁয়া! দমদম স্টেশনে আতঙ্ক, হুড়োহুড়ি যাত্রীদের
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
fire in kalyani simanta local: ট্রেন থেকে বেরোচ্ছে ধোঁয়া। আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। দমদমে ভয়ঙ্কর ঘটনা।
দমদম: ভয়ঙ্কর ঘটনা দমদম স্টেশনে। আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন। শনিবার সন্ধ্যায় ট্রেনে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াল।
জানা গিয়েছে, সন্ধে সাড়ে ৭টা নাগাদ শিয়ালদহ থেকে ছেড়ে যায় আপ কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন। এর পরই ট্রেনের প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। ততক্ষণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর পরই দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কের জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। ট্রেন থেকে আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে। ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটি প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে দমদমে।
advertisement
advertisement
আরও পড়ুন- কথা রাখেনি নিজেরই দল, বিজেপিকে অস্বস্তিতে ফেলে বিধানসভায় অবস্থানে পদ্ম বিধায়ক
কী কারণে ট্রেনের প্যানেল বোর্ডে আগুনের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে পিছনের দিকের কামরায়। আতঙ্কে অনেক যাত্রী হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। রেলের আরপিএফ, জিআরপি ও আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। আপ লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ বলেই জানা যাচ্ছে।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 8:19 PM IST