শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই
Last Updated:
রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর বয়ানের জেরে জেরা করা হয় শ্রীকান্ত মোহতাকে ৷ খতিয়ে দেখা হয় শ্রীকান্ত মোহতার মোবাইল কললিস্ট ৷
#কলকাতা: শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই ৷ সিজিও কমপ্লেক্সে তাকে টানা জেরা করা হয় ৷ রোজভ্যালি মামলায় গ্রেফতার করা হল তাকে ৷ বয়ানে অসঙ্গতির জেরেই গ্রেফতার হন মোহতা ৷
রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর বয়ানের জেরে জেরা করা হয় শ্রীকান্ত মোহতাকে ৷ খতিয়ে দেখা হয় শ্রীকান্ত মোহতার মোবাইল কললিস্ট ৷ রোজভ্যালির সঙ্গে ২৫ কোটি টাকার চুক্তি হয় তার ৷ সেই চুক্তি খেলাপের অভিযোগ মোহতার বিরুদ্ধে ৷ অভিযোগ করেন গৌতম কুণ্ডু ৷ চুক্তির বাইরেও টাকা নেন মোহতা, আরও অভিযোগ গৌতমবাবুর ৷
advertisement
রোজভ্যালির ৭৩টি ছবি বিপণনের দায়িত্বে ছিল মোহতার সংস্থা এসভিএফ ৷ কিন্তু তার মধ্যে মাত্র ২৬টি ছবির বিপণন করে মোহতার সংস্থা ৷ তার বদলে রোজভ্যালির দেওয়া টাকাও ফেরাননি মোহতা ৷ সিবিআইয়ের কাছে এমনই অভিযোগ করেন গৌতমবাবু ৷
advertisement
মোহতাকে ৪ বার তলব করে সিবিআই ৷ মাত্র ২ বার সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছিলেন মোহতা ৷ বাকি ২ গরহাজির কেন তিনি গরহাজির ছিলেন তার কোন সদুত্তর দিতে পারেননি এসভিএফ কর্ণধার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 24, 2019 5:25 PM IST