Fake Medicine: ৪২ টি জীবনদায়ী ওষুধ নিম্নমানের, ৩ জনপ্রিয় ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক জাল! বিস্ফোরক তথ্য প্রকাশ রাজ্যের
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Fake Medicine: জাল ওষুধ এবং নিম্নমানের ওষুধের খোঁজ রাজ্যে৷ ডিসেম্বর মাসে বিভিন্ন রাজ্যের সরকারি ওষুধের ল্যাবে পরীক্ষায় ধরা পড়ল নিম্নমানের ওষুধ বা জাল ওষুধ৷
কলকাতা: জাল ওষুধ এবং নিম্নমানের ওষুধের খোঁজ রাজ্যে৷ ডিসেম্বর মাসে বিভিন্ন রাজ্যের সরকারি ওষুধের ল্যাবে পরীক্ষায় ধরা পড়ল নিম্নমানের ওষুধ বা জাল ওষুধ৷ সূত্রের খবর অনুযায়ী, ৪২ টি এমন জীবনদায়ী সঠিক মানের নয় বা নিম্নমানের৷ তালিকায় রয়েছে ৩ টি জনপ্রিয় ব্র্যান্ড৷ যাদের জনপ্রিয় ব্র্যান্ডের জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ জাল৷
ফুসফুসের সংক্রমণ, সাইনাস, টনসিল, নাক কান গলার ইনফেকশন ঠেকানোর অব্যর্থ ওষুধ হিসাবে এমক্সোসিলিন ৫০০ মিলিগ্রাম ও ক্লভুলানিক এসিড ১২৫ মিলিগ্রামের এই ওষুধ চিকিৎসকরা দিয়ে থাকেন৷ সেখানেও মিলেছে জালের হদিশ৷
advertisement
advertisement
এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ, তীব্র বুকে যন্ত্রণা প্রশমন, রক্তে কোলেস্টেরলের নিয়ন্ত্রণ, গ্যাস বুক জ্বালা অম্বলের ওষুধ সেগুলি সঠিক মানের নয় বা নিম্নমানের৷ রাজ্য ড্রাগ কন্ট্রোল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে৷
প্রসঙ্গত, গত বছরেই জাল ওষুধের রমরমা রুখতে কড়া পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল৷ জাল ওষুধ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করা হয়৷ QR কোড-সহ টোল ফ্রি নম্বরে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন। টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৩০২৪। সব রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ওষুধের দোকানে টোল ফ্রি নম্বরের পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
জাল ওষুধের থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে,অথচ অভিযোগ জানাবেন কোথায়? সেই নিয়ে নানা জল্পনা-কল্পনা ও দুশ্চিন্তা ছিল সাধারণ মানুষের মধ্যে! সেই সমস্যা সমাধানেই কিউআর কোড-সহ টোল ফ্রি নম্বর চালু করে সিডিএসসিও বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
advertisement
টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৩০২৪। প্রত্যেকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিয়ে জানান সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। রাজ্যের বিভিন্ন ওষুধ বিক্রির রিটেলার ও ডিস্ট্রিবিউটারদের অবিলম্বে দোকানে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টারে কিউআর কোড এবং টোল ফ্রি নম্বর থাকতে হবে, যাতে সাধারন মানুষের কোনও অভিযোগ থাকলে, তা সরাসরি জানাতে পারেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2026 3:17 PM IST









