Fake Medicine: গুণগত মানে ডাহা ফেল জ্বর প্রতিরোধের প্যারাসিটামল-সহ ১৩০টি ওষুধ, নাম জানলে ভয় পেয়ে যাবেন
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Fake Medicine: জ্বর প্রতিরোধের প্যারাসিটামল ৫০০ মিলিগ্রামের ওষুধ গুণমানে সম্পূর্ণ ব্যর্থ। ডিস সলিউশন বা দ্রবীভূত পরীক্ষায় ফেল করেছে এই ওষুধ।
কলকাতাঃ এবার প্রধানমন্ত্রী জন ওষুধির ওষুধও গুণগত পরীক্ষায় ডাহা ফেল ( লিস্টের 75 নম্বর ওষুধ ) জ্বর প্রতিরোধের প্যারাসিটামল ৫০০ মিলিগ্রামের ওষুধ গুণমানে সম্পূর্ণ ব্যর্থ। ডিস সলিউশন বা দ্রবীভূত পরীক্ষায় ফেল করেছে এই ওষুধ। এছাড়াও বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় মোট ১৩০ টি ওষুধ ফেল।
অন্যদিকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ৫৫ টি ওষুধ ফেল। যার মধ্যে জ্বর, পেট ব্যথা, রক্তচাপ বা প্রেসার, ডায়াবেটিক নিয়ন্ত্রণ, চর্মরোগ, গ্যাস অম্বলের নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও জীবনদায়ী ওষুধ।
advertisement
advertisement
মে মাসে গুণগত পরীক্ষায় ডাহা ফেল করেছিল মোট ১৯৬টি ওষুধ৷ তার মধ্যে দুটি ওষুধ তো সম্পূর্ণ জাল৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল৷ সেই ওষুধের তালিকায় গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামলের, চোখের ড্রপের মতো ওষুধ তো বটেই রয়েছে কিডনি পেশেন্টদের অ্যানিমিয়া দূর করার এবং প্রসূতিদের প্রসব বেদনা উপশমের ইঞ্জেকশনও৷ দেশজুড়ে এপ্রিল মাসে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পেয়েছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2025 2:37 PM IST










