ভুয়ো থানা খুলে জালিয়াতি! বিভাস অধিকারী সহ-হাতেনাতে গ্রেফতার ৬ জন... যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
আন্তর্জাতিক তদন্ত সংস্থা বলে দাবি করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে গৌতম বুদ্ধনগর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।
কলকাতা: এমন প্রতারণার কথা কেউ কোনওদিন শুনেছেন বলে মনে হয় না। International Police & Crime Investigation Bureau- নামে ভুয়ো থানা খুলে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দিল্লিতে গ্রেফতার বীরভূমের বিভাস অধিকারী। শুধু বিভাসই নয়, বিভাস ছাড়াও তাঁর ছেলে সহ মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনা শুনলে চমকে যাবেন।
আন্তর্জাতিক তদন্ত সংস্থা বলে দাবি করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে গৌতম বুদ্ধনগর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। সূত্রের খবর, নয়ডায় অফিস খুলে চলছিল এই চক্র। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি। একটা নয়, একাধিক আন্তর্জাতিক সংস্থার নামে তৈরি জাল নথি।
advertisement
উল্লেখ্য, এ রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিভাস অধিকারীর। ইডি সিবিআই একাধিক বার তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তার বাড়ি ও অফিসে অভিযানও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। আরও বিস্তারিত তদন্ত চলছে। বীরভূমে তাঁর বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত এপ্রিলে বীরভূমের নলহাটিতে বিভাসের বাড়িতেও তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 7:06 PM IST