Fair Price Medicine Store : সরকারি হাসপাতালের স্টোরে ওষুধের মান নিয়ে চাঞ্চল্যকর তথ্য! কঠোর পদক্ষেপ নিল রাজ্য...

Last Updated:

Fair Price Medicine Store : বেশ কয়েকটি জেলার হাসপাতালে স্টোরের ওষুধের মান সঠিক নয় বলেও অভিযোগ উঠছে। তারই ভিত্তিতে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভিন্ন ওষুধ সংস্থাগুলোকে শোকজ করল।

#কলকাতা : সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের (Fair Price Medicine Store) বেশ কিছু ওষুধের গুণগত মান সঠিক নয় এমনই অভিযোগের ভিত্তিতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Health Department)। এছাড়াও বেশ কয়েকটি জেলার হাসপাতালে স্টোরের ওষুধের মান সঠিক নয় বলেও অভিযোগ উঠছে। তারই ভিত্তিতে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভিন্ন ওষুধ সংস্থাগুলোকে শোকজ করল।
রাজ্য ড্রাগ কন্ট্রোল-এর তরফে সম্প্রতি বিভিন্ন সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বা ফেয়ার প্রাইস মেডিসিন নিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা হয়। দেখতে গিয়ে ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন তারা। এছাড়া সরকারি হাসপাতালে ড্রাগ স্টোর থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছু সংস্থার ওষুধের গুণগত মান যথাযথ নয় বলেই মনে করছেন রাজ্য স্বাস্থ্য দফতরের ডিরেক্টর অব ড্রাগ কন্ট্রোল।
advertisement
কলকাতা মেডিকেল কলেজ, হাজরা চিত্তরঞ্জন সেবা সদন, কালিম্পং জেলা হাসপাতাল,কার্শিয়াং মহাকুমা হাসপাতাল, পূর্ব বর্ধমান মেমারি গ্রামীণ হাসপাতাল ছাড়াও বেশ কিছু ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেখানেই দেখা যায় ডায়মন্ডহারবার, বাঁকুড়া, আসানসোলের মত বেশ কিছু জায়গায় সরকারি হাসপাতালে ড্রাগ স্টোরে বেশ কিছু ওষুধের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। এরপরেই এই নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবে রাজ্য ড্র্যাগ কন্ট্রোল ডিরেক্টরেট।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fair Price Medicine Store : সরকারি হাসপাতালের স্টোরে ওষুধের মান নিয়ে চাঞ্চল্যকর তথ্য! কঠোর পদক্ষেপ নিল রাজ্য...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement