ক্ষমা চেয়ে শ্রীজাতকে কবিতা ফেরাল ফেসবুক

Last Updated:

ক্ষমা চেয়ে শ্রীজাতকে কবিতা ফেরাল ফেসবুক

#কলকাতা: কবির কাছে ক্ষমা চেয়ে কবিতা ফেরাল ফেসবুক ৷ বিতর্কের ঝড়ে শ্রীজাত-এর টাইমলাইন থেকে ‘অভিশাপ’ সিরিজের বিতর্কিত পোস্টটি সরিয়ে দিয়েছিল জুকেরবার্গের সোশ্যাল মিডিয়া ৷ অবশেষে কবিকে ই-মেল করে ক্ষমা চেয়ে কবিতাটি ফের শ্রীজাত-র দেওয়ালে ফেরত দেয় ফেসবুক কর্তৃপক্ষ ৷
১৯ মার্চ ফেসবুকে অভিশাপ নামে একটি কবিতা পোস্ট করেন কবি। বিতর্কের সূত্রপাত সেখানেই ৷ শ্রীজাতর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। আপত্তিকর পোস্ট বলে দাবি করে প্রতিবাদ জানান একাধিক ইউজার। সেই কবিতার শেষ দুটি লাইন নিয়ে আপত্তি তুলে শিলিগুড়ি সাইবার সেলে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়। ঘটনায় লেখক-শিল্পীদের স্বাধীনতা নিয়ে ফের একবার প্রশ্ন ওঠে । অন্যদিকে কবি সহ নাগরিক সমাজের অধিকাংশ মানুষই সমর্থন জানিয়ে দাঁড়ান কবির পাশে ৷
advertisement
কবিতা পোস্ট হওয়ার পর যে পরিমাণ বিতর্কের ঝড় উঠেছিল ফেসবুকের দেওয়ালে, কবিতা মুছে যাওয়ার পর তার পরিমাণ হয় দ্বিগুণ ৷ কেউ কেউ মনে করেন, ভয় পেয়ে নিজেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন শ্রীজাত ৷ অথচ কবি আগেই বলেছিলেন, তাঁর কলম থামবে না ৷ তিনি হার মানবেন না ৷ বিষয়টি আমার কাছে গুরুত্বহীন ৷ প্রতিবাদ করতে ইচ্ছা হয়েছে, করেছি ৷ আগেও মনে হলেই প্রতিবাদ করেছি ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে মেল করে কবিকে বলা হয় ফেসবুকের সেট করা কিছু নিয়ম ভঙ্গ করছে পোস্টটি তাই সেটি সরিয়ে দেওয়া হচ্ছে ৷ পোস্টের জায়গায় দেখা যায় ‘হেট স্পিচ’-এর কারণে সরিয়ে দেওয়া হয়েছে পোস্টটি ৷
srijato fb
advertisement
রবিবাসরীয় সকালে নতুন আলো দেখাল জনপ্রিয় সোশ্যাল সাইটটি ৷ কবির কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে দেওয়া হয় মুছে দেওয়া পোস্টটি ৷ ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে ই-মেল করে বলা হয়, ভুলবশত মুছে ফেলা হয়েছিল পোস্টটি ৷ তার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী ৷
শ্রীজাতকে পাঠানো ফেসবুকের মেল শ্রীজাতকে পাঠানো ফেসবুকের মেল
advertisement
মুছে যাওয়া পোস্ট ফেরত পেয়ে খুশি শ্রীজাত ৷ বলেন, ‘লেখাটি ফিরে আসায় আমি খুশি ৷ ফেসবুক কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে লেখাটি আমার টাইম লাইনে ফেরত দেওয়ায়, একে আমি আমার এবং এই ইস্যুতে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের জয় বলেই মনে করছি ৷’
এক কবিতার বদলে এফআইআর প্রাণনাশের হুমকি! কিন্তু কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হতেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। সেই ঝড় ধাক্কা দেয় সোশ্যাল মিডিয়াতেও। গত ১৯ মার্চ ফেসবুকে অভিশাপ নামে একটি কবিতা পোস্ট করেন শ্রীজাত। তাতেই নাকি বিতর্কের সূত্রপাত। কী ছিল সেই কবিতায়?
advertisement
মনে করা হচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশেই লেখা ওই কবিতাটি। যোগীর নানা সময়ে করা বিতর্কিত মন্তব্যকে বিদ্ধ করেই নাকি লেখা হয়েছে কবিতাটি। মূলত, আপত্তি উঠেছে অভিশাপের শেষ দুটি লাইন নিয়ে। তাতেই বিতর্কের সূত্রপাত। আর সেই জল গড়িয়েছে এফআইআর দায়ের পর্যন্ত।
এফআইআর দায়েরের ঘটনায় বিচলিত নন বলেই জানিয়েছেন শ্রীজাত। বরং কলম ধরেই তাঁর প্রতিবাদ করার কথা বলেছেন তিনি। আইনি পরামর্শও নিচ্ছেন। শ্রীজাতর নিরাপত্তায় পুলিশ কর্মী মোতায়েন করে কলকাতা পুলিশ।
advertisement
পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির জয়জয়কার সত্ত্বেও ধামাচাপা দেওয়া গেল না অসহিষ্ণুতা বিতর্ক। এবার তার শিকার হলেন এ রাজ্যের কবি, শ্রীজাত। লেখক-শিল্পীদের স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে আক্রমণ ও নিষেধাজ্ঞার মুখে পড়েন মকবুল ফিদা হুসেন, সঞ্জয় লীলা বনশালি, গুলাম আলিরা। সেই তালিকায় এবার নাম জুড়ল শ্রীজাতর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্ষমা চেয়ে শ্রীজাতকে কবিতা ফেরাল ফেসবুক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement