Midday Meal: মিড ডে মিলে মার্চ পর্যন্ত সপ্তাহে আরও ২ দিন বাচ্চাদের পাতে গোটা ডিম, সিদ্ধান্ত রাজ্যের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Midday Meal: মিড ডে মিলে চলতি বছরের মার্চ পর্যন্ত সপ্তাহে আরও দু-দিন পাতে গোটা ডিম, সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্কুল পড়ুয়াদের খাবারের সঙ্গে সপ্তাহে একদিন করে গোটা ডিম মিড ডে মিলে রান্না করে দেওয়া হয়। পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পুষ্টি হিসেবে এই অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতাঃ মিড ডে মিলে চলতি বছরের মার্চ পর্যন্ত সপ্তাহে আরও দু-দিন পাতে গোটা ডিম, সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্কুল পড়ুয়াদের খাবারের সঙ্গে সপ্তাহে একদিন করে গোটা ডিম মিড ডে মিলে রান্না করে দেওয়া হয়। পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পুষ্টি হিসেবে এই অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
প্রতিটি ডিমের দাম পড়বে ৮ টাকা। রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া এই সুবিধা পাবেন। সপ্তাহে দু’দিন করে অতিরিক্ত গোটা ডিম শিশু পড়ুয়াদের খাওয়াতে খরচ পড়বে ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা।
আরও পড়ুনঃ শীত শেষের এই শাক শুক্রাণুর ‘পরম বন্ধু’, এই মরশুমে কয়েকদিন পাতে রাখুন, পুরুষরা পাবেন ‘হর্স পাওয়ার’
মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ না হওয়ায় রাজ্য সরকার বছর শেষে সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহের অতিরিক্ত দু’দিন করে গোটা ডিম রান্না করা খাবারের সঙ্গে পড়ুয়াদের দেওয়ার সিদ্ধান্ত নিল। বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও জানানো হল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 1:09 PM IST