#কলকাতা: ফুলকি থেকে ধোঁয়া। আর তাতেই যতকাণ্ড ময়দানে। ভরা অফিস টাইমে জ্বানলার কাঁচ ভেঙে প্রাণে বাঁচলেন যাত্রীরা। মেট্রো যেন মৃত্যুভয়।
রবীন্দ্রসদন ছেড়ে পরের স্টেশন ময়দানে টানেলে ঢোকার মুখেই বিকট আওয়াজ। সঙ্গে আগুন আর ধোঁয়া। সব অন্ধকার। এরপর...
ক্রমে ঘন হচ্ছে অন্ধকার। ধোঁয়ায় শুরু হয় শ্বাসকষ্ট। সুড়ঙ্গে তখন মরণ যাত্রা। প্রাণে বাঁচতে এ কামরা থেকে ও কামরায় যাত্রীদের ছোটাছুটি। ছড়িয়ে ছিটিয়ে কাঁচ। প্রায় কুড়ি মিনিটের জন্য মৃত্যুর অপেক্ষা, শেষে যাত্রীদের ট্রেন থেকে বের করে, টানেল দিয়ে হাঁটিয়ে আনা হয়।