Priyanka Tibrewal | Bhowanipore Bypoll: Exclusive: 'মানুষ ভোট দিতে পারলে আমিই জিতব', 'নানীবাড়ি' থেকে যুদ্ধে নামছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল!

Last Updated:

Priyanka Tibrewal | Bhowanipore Bypoll: কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পাঠাল গেরুয়া শিবির।

#কলকাতা: শেষমেশ ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। ওই কেন্দ্রে বিজেপি-র রাজ্য যুবনেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করল পদ্মশিবির। গত বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকেও প্রিয়াঙ্কাকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু তৃণমূলের স্বর্ণকমল সাহার কাছে বিপুল ভোটে হেরে যান প্রিয়াঙ্কা। কিন্তু তারপরও কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পাঠাল গেরুয়া শিবির। সেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল কথা বললেন নিউজ 18 বাংলা-র সঙ্গে। যদিও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার আগেই প্রিয়াঙ্কা এই ইন্টারভিউ দিয়েছিলেন।
আপনি কি মনে করেন আপনাকে ভবানীপুরে টিকিট দেবে দল? আপনাকে প্রার্থী করার নেপথ্যে কারণ কী?
প্রিয়াঙ্কা: আমি টিকিটের জন্য দলকে বলিনি, দল আমাকেই টিকিট দেবে, এমনটাও মনে করিনি কখনও। এটা দলের হাইকম্যান্ডের সিদ্ধান্ত। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য আমি যোগ্য মুখ। তাঁরা দেখেছেন, আমার সঙ্গে মানুষের সংযোগ কতটা, সেই কারণেই হয়ত আমাকেই এই দায়িত্ব দেওয়া হল।
advertisement
advertisement
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়া তো বিরাট চ্য়ালেঞ্জ। কীভাবে সামলাবেন, কিছু প্ল্যান করেছেন?
প্রিয়াঙ্কা: বড় চ্যালেঞ্জ? আমার কাছে অন্তত নয়। আমি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে নিয়ে গিয়েছি। সেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে সেখানে তাঁকে ভুল প্রমাণ করেছি। এটা দ্বিতীয় বার, যখন আমি তাঁকে চ্যালেঞ্জ করব। আমি ভবানীপুরে জন্মেছি, প্রতিটা রাস্তা চিনি ওই এলাকার। এটা আমার 'নানীবাড়ি'।
advertisement
আপনি কি মনে করেন, ভোট পরবর্তী হিংসার মামলার লড়াইয়ের জন্য এটা আপনার পুরস্কার?
প্রিয়াঙ্কা: এটা আমার কাছে কোনও খেলা নয়। আমি বাংলার গণতন্ত্রের জন্য রুখে দাঁড়িয়েছি। আমি মনে করি, 'মানবতার বেঁচে থাকা জরুরি।' কেউ আপনাকে ভোট দেয়নি মানে আপনি কাউকে মেরে ফেলতে পারেন না, ধর্ষণ করতে পারেন না। আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই। তাই আমি মানুষের লড়াইয়ে পাশে দাঁড়িয়েছি। আমি হারি বা জিতি, মানুষের জন্য সবসময় আমি সোচ্চার হব।
advertisement
ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেয়নি। আপনার কী মনে হয়, এতে আপনার লড়াই আরও কঠিন হল?
প্রিয়াঙ্কা: কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই। আপনারা দেখেছেন, এখানে ওরা কত ভোট পেয়েছিল। কংগ্রেস ও বামেরা লড়াইয়েরই বাইরে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিয়ে মানুষ কেন আপনাকে ভোট দেবে?
প্রিয়াঙ্কা: আমি বিশ্বাস করি, যদি সুষ্ঠ নির্বাচন হয়, মানুষকে যদি নিজের ইচ্ছেমতো ভোট দিতে দেওয়া হয়, আমি জিতব। আমি মানুষের পালস বুঝি। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যখন মানুষ ঘরছাড়া হচ্ছে, ধর্ষিতা হচ্ছে মেয়েরা, তখন তিনি চুপ ছিলেন। আমি মানুষকে ঘরে ফেরাতে সোচ্চার হয়েছি।
advertisement
আপনার প্রচারের স্ট্র্যাটেজি কী হবে?
প্রিয়াঙ্কা: আমি মানুষের দরজায়-দরজায় যাব। অনুন্নয়ন নিয়েই মানুষের সঙ্গে কথা বলব। আপনি মানুষকে ৫০০ টাকা দিয়ে একটি ভোট কিনতে পারেন, কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য ৫০০ টাকার থেকেও বেশি প্রয়োজন সামগ্রিক উন্নয়ন। আমি মানুষকে এই সরকারের থেকে সচেতন কর।
দিল্লির নেতারা আপনার জন্য এসে প্রচার করবেন মনে হয়?
advertisement
প্রিয়াঙ্কা: এটা নেতৃত্বের বিষয়। তৃণমূলের যেমন কুণাল ঘোষের মতো স্টার ক্যাম্পেনার আছে। যে জেল খেটে এসেছে, তাঁরাই ওদের প্রচারক।
বিজেপি মা দুর্গাকে অপমান করেছে, তৃণমূলের এই অভিযোগ প্রসঙ্গে কী বলবেন?
প্রিয়াঙ্কা: মা দুর্গা ওদের থেকে অনেক দূরে। তাঁরা মানুষকেই রক্ষা করতে পারেন না। খুব শীঘ্রই মানুষকে তাঁদের জবাব দিতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Tibrewal | Bhowanipore Bypoll: Exclusive: 'মানুষ ভোট দিতে পারলে আমিই জিতব', 'নানীবাড়ি' থেকে যুদ্ধে নামছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement