স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে এসকে মুভিজ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বুধবার বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে।
#কলকাতা: এসকে মুভিজ-এর স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা। কলকাতা পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করে তারা।
গত বৃহস্পতিবার ভোরে এসকে মুভিজের বাবুরাম ঘোষ রোডের প্রোডাকশন হাউজের স্টুডিওতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে স্টুডিওর গুদামের বহু সামগ্রী আগুনে পুড়ে যায় বলে দাবি করেন কর্তৃপক্ষ। পাশের বস্তিও ক্ষতিগ্রস্ত হয়। তার পরই পুরসভা গুদাম ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই কাজ শুরু হয়েছে। এখন ওই কাজ বন্ধ চেয়ে মামলা দায়ের করে প্রযোজনা সংস্থা। বুধবার বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে।
advertisement
advertisement
১৩ অক্টোবর, বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল কলকাতা শহর৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এসকে মুভিজ-এর স্টুডিওর গুদামঘর৷ সেদিন সন্ধ্যায় সংস্থার কর্ণধার অশোক ধানুকার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘‘আজকে সকালে আমাদের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে আমরা খুবই দুঃখিত ও ব্যথিত৷ এর মধ্যেও একমাত্র আশার আলো যে এই ঘটনার সময় ওই অগ্নিদগ্ধ এলাকায় কোনও মানুষ ছিলেন না, আশেপাশের এলাকাতেও কোনও মানুষ ছিলেন না, আগুন ছিল ভয়াবহ৷ আমরা ঈশ্বরের কাছে ও প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে তাঁরা প্রত্যেকটি মানুষের জীবন রক্ষায় কাজ করেছেন৷ পাশাপাশি আমাদের টলিপাড়ার সমস্ত শুভাকাঙ্খী, বন্ধু, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, কথা বললেন, এই বিপুল আর্থিক ক্ষতির সময়ে আমাদের পাশে রইলেন, তাঁদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই৷’’
advertisement
ARNAB HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 4:40 PM IST