সুর হারাল ‘জাগো দুর্গা’... ‘ফিরে গেলেন’ দ্বিজেন

Last Updated:
#কলকাতা: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ৷ সোমবার সল্টলেকে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯১ বছর ৷ দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত গোটা শিল্পী জগত৷
সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গে সঙ্গেই যেন এক সঙ্গীতের স্বর্ণযুগের অবসান ৷ অবসান বাঙালির সবচেয়ে ‘মহালয়া’ অনুষ্ঠানের স্মৃতি ৷ যা ‘জাগো দুর্গা’ সুরেই পুজোর শুরু ঘটত, বাঙালির মননে ৷ গোটা জীবনে প্রায় ১৮০০ গান গেয়েছেন তিনি ৷ কিন্তু ‘জাগো দুর্গা’ মহালয়ার গানে তিনি পেয়েছেন অন্য পরিচয় ৷ ৬০ বছরেও বেশি সময় ধরে ‘জাগো দুর্গা’ গানটি সমাদৃত হয়ে আসছে বাঙালির পুজোর গানে, বাঙালির মননে ৷
advertisement
অনেকেই মনে করতেন, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের খুব মিল রয়েছে ৷ তবে বাস্তবে দ্বিজেন মুখোপাধ্যায় নিজের মতো করেই এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ গেয়েছেন বহু জনপ্রিয় গান ৷ সলিল চৌধুরীর সুরে ‘শ্যামল বরণী ওগো কন্যা’ গানটি প্রভুত জনপ্রিয়তা লাভ করে তাঁর কণ্ঠেই ৷
advertisement
রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানে তিনি এক অত্যন্ত জনপ্রিয় শিল্পী। চল্লিশের দশকের শেষ দিকে সলিল চৌধুরীর সুরে দ্বিজেন মুখোপাধ্যায়ের বেশ কিছু কাজ জনপ্রিয়তা লাভ করে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় দ্বিজেন মুখোপাধ্যায়কে। সম্মানিত হয়েছিলেন পদ্মভূষণ সম্মানেও ৷ দেড় হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন ৷ রেকর্ড করা গানের আটশো-ই রবীন্দ্র সংগীত ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুর হারাল ‘জাগো দুর্গা’... ‘ফিরে গেলেন’ দ্বিজেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement