EM ByPass Kolkata Metro: ২ মাস বন্ধ থাকবে ইএম বাইপাসের জরুরি এলাকা! কোথায় বন্ধ হচ্ছে, কবে থেকে কবে পর্যন্ত, জানুন

Last Updated:

EM ByPass Kolkata Metro: আনন্দপুরে বাইপাসের উপর ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ৭৬ মিটার লম্বা একটি ইস্পাতের গার্ডার বসানো হবে।

বন্ধ থাকবে ইএম বাইপাসের একাংশ
বন্ধ থাকবে ইএম বাইপাসের একাংশ
কলকাতা: কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর কাজের সুবিধার জন্য ইএম বাইপাসের একাংশ দু’মাস বন্ধ রাখা হচ্ছে। এই মর্মে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে মেট্রোকে।
আনন্দপুরে বাইপাসের উপর ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ৭৬ মিটার লম্বা একটি ইস্পাতের গার্ডার বসানো হবে। ওই কাজের জন্য ৬০ দিন বাইপাসের একাংশ বন্ধ থাকবে। শনিবার রেল বিকাশ নিগম লিমিটেডের অফিসে কলকাতা পুলিশের ছাড়পত্রের ওই চিঠি পৌঁছেছে। সেখানে বাইপাসের পশ্চিম দিকের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখায় সম্মতি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ওই রাস্তার পরিবর্তে বাইপাসের উত্তরমুখী গাড়িগুলি পিয়ার নম্বর ১৬৮ পর্যন্ত দক্ষিণ অংশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর পর আবার স্বাভাবিক পথেই গাড়ি চলবে। এ ছাড়া, বাইপাসে দক্ষিণমুখী গাড়িগুলি ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনের নতুন তৈরি রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
advertisement
রাস্তা বন্ধ থাকাকালীন রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে রুবি ক্রসিং থেকে ভিআইপি বাজার এলাকা পর্যন্ত রাস্তায় গার্ডরেল বসানো হবে, বাড়তি আলো লাগানো হবে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করা হবে বাড়তি কর্মচারীকেও। রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে রেল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EM ByPass Kolkata Metro: ২ মাস বন্ধ থাকবে ইএম বাইপাসের জরুরি এলাকা! কোথায় বন্ধ হচ্ছে, কবে থেকে কবে পর্যন্ত, জানুন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement