রাজ্যপালের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনার

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ সন্ত্রাসের অভিযোগ এনে গতকালই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস এবং বিজেপি দলের কর্মীরা ৷

 #কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে  শাসক-বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ সন্ত্রাসের অভিযোগ এনে গতকালই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস এবং বিজেপি দলের কর্মীরা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার নির্বাচন কমিশনার অমেরন্দ্রনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷ সেই বৈঠকে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তার বিষয়টি আলোকপাত করেন তিনি ৷
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর  রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন,
রাজ্যপালকে পঞ্চায়েতের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি এবং নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জানিয়েছি ৷ নির্বাচনের প্রস্তুতি শুনে তিনি সন্তুষ্ট হয়েছেন ৷
এর পাশাপাশি রাজ্যপাল এদিন নির্বাচন কমিশনারের কাছে জানতে চান,  নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কিনা এবং ভোটের নিরাপত্তার বিষয়ে রাজ্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে ? এসমস্ত বিষয়েই জানতে চান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেন নির্বাচন কমিশনার ৷
advertisement
advertisement
এর পাশাপাশি এদিন  রাজভবন যান মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য ৷ ভোট নিয়েই এদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল ৷
উল্লেখ্য়, মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনেও জেলা জুড়ে হিংসা অব্যাহত রয়েছে ৷ হামলার নিশানায় সিপিএম এবং বিজেপি কর্মীরা ৷ অভিযোগের তির সেই শাসকদলের বিরুদ্ধেই ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যপালের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement