Panchayat election 2023: স্পর্শকাতর বুথ, এলাকা কত? জেলা থেকে তড়িঘড়ি তথ্য তলব কমিশনের

Last Updated:

রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷

চাপে রাজ্য নির্বাচন কমিশন৷
চাপে রাজ্য নির্বাচন কমিশন৷
কলকাতা: একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন, পাশাপাশি রাজ্যে স্পর্শকাতর অঞ্চল, বুথের তালিকা তৈরিতেও উদ্যোগী হল রাজ্য নির্বাচন কমিশন৷
স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠকের পরই জেলা প্রশাসনগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে৷ আজকের মধ্যেই এই তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন৷
advertisement
রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে অবশ্য দাবি করা হয়েছিল, স্পর্শকাতর বুথের তালিকাই তৈরি করা হয়নি৷ এবার সেই প্রক্রিয়াই শুরু করে দিল কমিশন৷ কারণ স্পর্শকাতর বুথের সংখ্যার উপরেই নির্ভর করবে বাহিনী মোতায়েনের বিষয়টি৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টেও এই তথ্য জমা দেবে কমিশন৷
advertisement
কমিশনের পক্ষ থেকে জেলাগুলিকে বুথ ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তথ্য চাওয়া হয়েছে বলে খবর৷ গতকালই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে আলোচনা করেন রাজ্য নির্বাচন কমিশনার৷ এর পরেই আজ সকালে জেলা থেকে তথ্য চেয়ে পাঠায় কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: স্পর্শকাতর বুথ, এলাকা কত? জেলা থেকে তড়িঘড়ি তথ্য তলব কমিশনের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement