SIR in West Bengal: বিহারের কাছ থেকে SIR- এর ট্রেনিং নেবে বাংলা!..জাতীয় নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক

Last Updated:

কমিশন সূত্রে খবর, ১০ মিনিটের মধ্যে এই তথ্য তুলে ধরবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে।

News18
News18
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের আজ, বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, নির্বাচন কমিশনের বৈঠকে অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে হাজির থাকবেন এ রাজ্যের সিইও, অর্থাৎ, মুখ্য নির্বাচনী আধিকারিক৷
পাশাপাশি বৈঠকে উপস্থিত থেকে বিহারের সিইওস্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলবেন। জানাবেন, এসআইআর নিয়ে কী কী সমস্যার মুখে পড়তে হয়েছে। সমাধানে কী করা হয়েছে?
advertisement
advertisement
বৈঠকে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল দশটি পয়েন্টে একটি রিপোর্ট পেশ করবেন। এগুলি হল, রাজ্যে এই মুহূর্তে ভোটার কত?
advertisement
– -শেষবার রাজ্যে কবে সার হয়েছে?
–শেষ বার রাজ্যে এস আই আর হওয়ার সময় ভোটার কত ছিল?
–রাজ্যে শেষবার এস আই আর পরবর্তী ভোটার তালিকা ডিজিটাইজড করে সিইও-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কী?
advertisement
–সার পরবর্তী কোথায়,কত ভোটার বেড়েছে তার এলাকা ভিত্তিক শতাংশ হিসেবে চিত্র?
নাগরিকত্ব প্রমাণের জন্য কোনও নথি তালিকায় যুক্ত করার সুপারিশ। যাতে সর্বাধিক সংখ্যক নাগরিককে এই সুবিধা দেওয়া যায়?
–১২০০ ভোটার নিয়ে বথ পুর্নগঠনের অগ্রগতির রিপোর্ট।
advertisement
— রাজ্যে বুথের সংখ্যা। বুথ পুর্নগঠনের পর সংখ্যাটা কত হল।
–রাজ্যে এই মুহূর্তে ডিইও, ইআরও, এইআরও এবং বিএলও কত শূন্য রয়েছে। বিএলএদের তালিকা কতটা সম্পূর্ণ বা অসম্পূর্ণ। এর একটা স্টাটাস রিপোর্ট।
advertisement
কমিশন সূত্রে খবর, ১০ মিনিটের মধ্যে এই তথ্য তুলে ধরবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: বিহারের কাছ থেকে SIR- এর ট্রেনিং নেবে বাংলা!..জাতীয় নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement