জাতীয় নির্বাচন কমিশনের নজরে বাংলার ৪২ আসন, গণনার আগে জরুরি বৈঠকে কমিশন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Election Commission: রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের গণনার প্রস্তুতি, নিরাপত্তা-সহ একাধিক ইস্যু নিয়ে বিশেষ বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার বৈঠক ডাকলেন গণনা নিয়ে।
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের নজরে রাজ্যের ভোট গণনা। জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের গণনার প্রস্তুতি, নিরাপত্তা-সহ একাধিক ইস্যু নিয়ে বিশেষ বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার বৈঠক ডাকলেন গণনা নিয়ে।
৪২টি লোকসভা কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাশাপাশি এসপি, সিপিদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ৩.৩০ থেকে হবে এই বৈঠক। বৈঠকে থাকবেন বিশেষ পুলিশ অবজারভার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।ইতিমধ্যেই গণনার আগেই একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে। জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার নীতিশ ভ্যাস বৈঠক ডাকলেন শুধুমাত্র এ রাজ্যের গণনা নিয়ে।
advertisement
advertisement
এদিকে ভোট পরবর্তী হিংসা সামাল দিতে সতর্ক কমিশন। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৯ শে জুন পর্যন্ত ৪০০ কোম্পানি বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগেই কমিশন জানিয়েছিল ৬ই জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই নির্দেশকে সংশোধন করে এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল আগামী ১৯ শে জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে ভোট পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 12:27 PM IST