West Bengal Election 2021: ২৯ এপ্রিল শীতলকুচির সেই বুথে পুনর্নির্বাচন, জানালো কমিশন

Last Updated:

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আমতালি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন গ্রামবাসী আহতও হন৷

Photo-File
Photo-File
#কলকাতা: শীতলকুচির ১২৬ নম্বর বুথে আগামী ২৯ এপ্রিল পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করল নির্বাচন কমিশন৷ গত ১০ এপ্রিল এই বুথেই ভোট চলাকালীন ছড়ায় উত্তেজনা৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের৷ যার জেরে বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া৷
গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আমতালি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে এই ঘটনা ঘটেছিল৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন গ্রামবাসী আহতও হন৷ এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআইএসএফ জওয়ানরা৷ সিআইএসএফ-এর তরফে অবশ্য দাবি করা হয়, কয়েকশো গ্রামবাসী বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলার কারণেই আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হন তাঁরা৷ গ্রামবাসীদের একাংশ ইভিএম সহ ভোটে ব্যবহৃত সরঞ্জামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করে সিআইএসএফ৷ জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরাও একই রিপোর্ট জমা দেন৷
advertisement
গ্রামবাসীদের অবশ্য় অভিযোগ ছিল, বিনা প্ররোচনাতেই গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী৷ একই অভিযোগ তোলে রাজ্যের শাসক দল৷
advertisement
এই ঘটনার পর তিন দিনের জন্য কোনও রাজনীতিবিদের কোচবিহার জেলায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞাও জারি করেছিল কমিশন৷ তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর ওই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পরবর্তী দফাগুলিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শীতলকুচি৷
advertisement
আগামী ২৯ এপ্রিল রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন৷ সেদিনই শীতলকুচির ওই বুথে পুনর্গণনার সিদ্ধান্ত নিল কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election 2021: ২৯ এপ্রিল শীতলকুচির সেই বুথে পুনর্নির্বাচন, জানালো কমিশন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement