Assembly Election 2021: প্রথম দফার ভোট শুরু বাংলা, অসমে, ভোটারদের বিশেষ বার্তা দিলেন মোদি

Last Updated:

সকাল সকাল অসম ও বাংলার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷

শুরু হয়ে গেল প্রথম দফার নির্বাচন৷ অসমের ৭৭ বিধানসভা আসন ও বাংলার ৩০টি বিধানসভা আসনে আজ লড়াই৷ ইতিমধ্যেই গরমের তাপ বাড়ছে এই দুই রাজ্যেই৷ তাই সকাল সকাল ভোট দিতে উৎসাহী সাধারণ ভোটাররা৷ সঙ্গে রয়েছে করোনার প্রকোপ৷ ফলে এবারের ভোটে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা৷ একদিকে যেমন বেড়েছে ভোট কেন্দ্রের সংখ্যা, তেমনই মাস্ক, স্যানিটাইজার ও শারীরিক দূরত্ব বজায় রেখেই ভোট প্রত্যক্ষ করছে এই দুই রাজ্য৷
advertisement
advertisement
বাংলায় প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ১.৫০ কোটি৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭৩০ জন কেন্দ্রীয় বাহিনী৷ মূলত জঙ্গলমহল এলাকার ভোট আজ৷ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার মোট ৩০টি আসনে ভোট হবে। গত ২০১৯ লোকসভা আসনে জঙ্গলমহল এলাকা থেকে ভাল ফল করে বিজেপি৷ তাই শনিবারের ভোটে, এই এলাকা থেকে ভাল ফলের আশায় রয়েছে গেরুয়া শিবির৷
advertisement
৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি থাকছে বাঁকুড়ায়, ১৪৪ ঝাড়গ্রামে, ১৩৯ পশ্চিম মেদিনীপুরে, ১৬৯ পূর্ব মেদিনীপুরে এবং ১৮৩ পুরুলিয়ায়৷ নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা৷ এছাড়া কুইক রেসপন্স টিম থাকবে৷
advertisement
সকাল সকাল অসম ও বাংলার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷ তিনি লিখেছেন যে আজ প্রথম দফার নির্বাচন৷ যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Election 2021: প্রথম দফার ভোট শুরু বাংলা, অসমে, ভোটারদের বিশেষ বার্তা দিলেন মোদি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement