Egra Blast: এগরা কাণ্ডের পর সতর্ক নবান্ন, ৬ দফা নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ

Last Updated:

এগরা কাণ্ডের পর সতর্ক নবান্ন। প্রত্যেকটি জেলার এস পি ও সিপি-দের বাজি নিয়ে ৬ দফা গাইডলাইন দিল রাজ্য পুলিশ

কলকাতা: এগরা কাণ্ডের পর সতর্ক নবান্ন। প্রত্যেকটি জেলার এস পি ও সিপি-দের বাজি নিয়ে ৬ দফা গাইডলাইন দিল রাজ্য পুলিশ। বেআইনি বাজি আটক অভিযানের পাশাপাশি কীভাবে রাজ্য পুলিশকে কাজ করতে হবে, তাই বলা হয়েছে এই নির্দেশিকায়–
গাইডলাইনে বলা হয়েছে–
১) বেআইনি বাজি নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে হবে
advertisement
২) বেআইনি বাজি কারখানায় নিয়মিত নজরদারি চালাতে হবে। বিস্ফোরক পেলেই বাজেয়াপ্ত করতে হবে। বেআইনি বাজি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সমস্তরকম সাবধানতা অবলম্বন করতে হবে।
৩) বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নির্দিষ্ট নিয়ম মেনে নষ্ট করতে হবে। এক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন
advertisement
৪) অভিযুক্ত বা অন্য অসাধু ব্যবসায়ী যাতে নতুন করে বেআইনি বাজি ব্যবসা শুরু করতে না পারে, এই বিষয়টি স্থানীয় ওসি-দের নিশ্চিত করতে হবে
৫) বেআইনি বাজি কারখানায় বহু স্থানীয় বাসিন্দা কাজ করেন। প্রয়োজন হলে তাঁদের পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে স্থানীয় প্রশাসনকেই।
৬) স্থানীয়দের বেআইনি বাজি কারবারের অপকারিতা বুঝিয়ে বলতে হবে।
advertisement
মঙ্গলবার দুপুরে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকা। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ছিন্নভিন্ন দেহ। ঘটনাস্থলের পাশে থাকা একটি পুকুরের মধ্যে থেকেও অগ্নিদগ্ধ দেহ এবং দেহাংশ উদ্ধার হয় ৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ৯ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ যদিও স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি৷ হাসপাতালে জখম অবস্থায় চিকিৎসাধীন অন্তত ৭ জন।
advertisement
ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে৷ যদিও বিরোধীরা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, এনআইএ তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভানু বাগের বাড়িতে আগেও বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ ছিল৷ অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে গত ১৯ অক্টোবর তাকে গ্রেফতারও করে পুলিশ৷ পরে তিনি জামিন পান৷ জামিন পেয়েই অভিযুক্ত ভানু বাগ ফের বেআইনি বাজির কারবার শুরু করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি বাজি কারখানার কথা পুলিশ সবই জানত৷ পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে এই বেআইনি কারবার চালানোয় সাহায্য করার অভিযোগও করেছেন গ্রামবাসীরা৷ এ দিন দুর্ঘটনার পর পুলিশ এলাকায় গেলে গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখান৷ পুলিশকর্মীদের মারধরও করা হয়৷ পরে আরও বেশি সংখ্যক বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Egra Blast: এগরা কাণ্ডের পর সতর্ক নবান্ন, ৬ দফা নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement