‘আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে’, স্ত্রীরোধ নিয়ে মন্তব্যে সাফাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
Last Updated:
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টে সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায় ৷
#কলকাতা: নজরুল মঞ্চে শিক্ষকদের বদলি নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করে বসেন, ‘এত বেশি শিক্ষিকা স্ত্রীরোগে ভুগছেন যে আমি চিন্তায় পড়ে যাচ্ছি ৷’ এরপরই শুরু হয় বিতর্কের ঝড় ৷ স্ত্রীরোগ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বহু শিক্ষিকা ৷ তার জেরেই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টে সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায় ৷ লেখেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, যা কখনই কাম্য নয় ৷ তিনি মহিলাদের অপমান নয়, বরং সম্মান করতেই ছোটবেলা থেকে শিখে এসেছেন ৷’
এই সেই পোস্ট-
advertisement
বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ৷ সেসময় শিক্ষকদের বদলির বিপুল আবেদন নিয়ে সরকারের হিমশিম অবস্থা বোঝাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় স্ত্রীরোগ সংক্রান্ত মন্তব্যটি করেন ৷ তাঁর মতে, অসুস্থতা থাকলে শিক্ষক-শিক্ষিকারা বদলিতে অগ্রাধিকার পাবেন, শিক্ষা দফতর এই ঘোষণা করার পর থেকেই অসুস্থতার ভিত্তিতে বদলির আবেদন জমা পড়ার সংখ্যা বেড়ে গিয়েছে ৷ এরসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিক্ষিকারা এত বেশি ‘অসুস্থ’ হয়ে বদলি চাইছেন যে তিনি আতঙ্কিত ৷ স্ত্রীরোগের কারণে বদলি চাওয়ার বিষয়ের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 5:12 PM IST