‘আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে’, স্ত্রীরোধ নিয়ে মন্তব্যে সাফাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টে সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায় ৷

#কলকাতা: নজরুল মঞ্চে শিক্ষকদের বদলি নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করে বসেন, ‘এত বেশি শিক্ষিকা স্ত্রীরোগে ভুগছেন যে আমি চিন্তায় পড়ে যাচ্ছি ৷’ এরপরই শুরু হয় বিতর্কের ঝড় ৷ স্ত্রীরোগ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বহু শিক্ষিকা ৷ তার জেরেই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টে সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায় ৷ লেখেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, যা কখনই কাম্য নয় ৷ তিনি মহিলাদের অপমান নয়, বরং সম্মান করতেই ছোটবেলা থেকে শিখে এসেছেন ৷’
এই সেই পোস্ট-
advertisement
বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ৷ সেসময় শিক্ষকদের বদলির বিপুল আবেদন নিয়ে সরকারের হিমশিম অবস্থা বোঝাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় স্ত্রীরোগ সংক্রান্ত মন্তব্যটি করেন ৷ তাঁর মতে, অসুস্থতা থাকলে শিক্ষক-শিক্ষিকারা বদলিতে অগ্রাধিকার পাবেন, শিক্ষা দফতর এই ঘোষণা করার পর থেকেই অসুস্থতার ভিত্তিতে বদলির আবেদন জমা পড়ার সংখ্যা বেড়ে গিয়েছে ৷ এরসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিক্ষিকারা এত বেশি ‘অসুস্থ’ হয়ে বদলি চাইছেন যে তিনি আতঙ্কিত ৷ স্ত্রীরোগের কারণে বদলি চাওয়ার বিষয়ের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে’, স্ত্রীরোধ নিয়ে মন্তব্যে সাফাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement