Tab Scam: ১৮৫০জন পড়ুয়াকে ট্যাবের টাকা পাঠাল শিক্ষা দফতর, রিপোর্ট পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রিপোর্ট পেলেই যে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে স্কুল শিক্ষা দফতর।
কলকাতা: ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এখনও পর্যন্ত ১৮৫০জন বঞ্চিত পড়ুয়াকে ট্যাবের টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। বাকিদের টাকাও দুইদিনের মধ্যে পাঠানো হবে। অন্যদিকে স্কুল শিক্ষা দফতর রাজ্য পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্ট পেলেই যে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে স্কুল শিক্ষা দফতর।
ইতিমধ্যে ট্যাব-কেলেঙ্কারিতে বড় তথ্য দিল কলকাতা পুলিশ। কিষাণগঞ্জে একটি অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারির টাকা সরানো হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। কোনও একটি স্কুল থেকেই সরকারি পোর্টালে অবৈধ ভাবে তথ্য কারচুপি করা হয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
advertisement
তদন্তকারীরা মনে করছেন, ওয়েবসাইটটি প্রথমে হ্যাক করা হয়। তারপর যখন,স্কুল কর্তৃপক্ষ তথ্য আপলোড করছিলেন, সেই সময়ই হ্যাকার বা প্রতারকরা রিয়েল টাইমে অর্থাৎ সেই মুহূর্তেই তথ্য বদলে ফেলেছে।
advertisement
তদন্তকারীরা মনে করছেন, ওয়েবসাইটটি প্রথমে হ্যাক করা হয়। তারপর যখন,স্কুল কর্তৃপক্ষ তথ্য আপলোড করছিলেন, সেই সময়ই হ্যাকার বা প্রতারকরা রিয়েল টাইমে অর্থাৎ সেই মুহূর্তেই তথ্য বদলে ফেলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 18, 2024 11:22 PM IST