প্রয়াত প্রবীর মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি তথ্যচিত্রে প্রদর্শিত কলকাতা চলচ্চিত্র উৎসবে
Last Updated:
নন্দনে দেখানো হল ‘মালি’। ইডেনের প্রয়াত কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন নিয়ে তথ্যচিত্র রবিবার প্রদর্শিত হল ২২-তম কলকাতা চলচ্চিত্র উৎসবে।
#কলকাতা: নন্দনে দেখানো হল ‘মালি’। ইডেনের প্রয়াত কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন নিয়ে তথ্যচিত্র রবিবার প্রদর্শিত হল ২২-তম কলকাতা চলচ্চিত্র উৎসবে। ৬৮ মিনিটের তথ্যচিত্রে দাদুকে স্মরণ করলেন নাতি।
শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁর মন জুড়ে ছিল ক্রিকেট। ইডেন গার্ডেন্স ছিল তাঁর কাছে মন্দির। প্রথমে ক্রিকেটে। তারপর প্রশাসক। শেষপর্যন্ত কিউরেটর। আক্ষরিক অর্থেই তিনি ছিলেন ক্রিকেটের নন্দনকাননের মালি। প্রবীর মুখোপাধ্যায়। ৮৬ বছরে চলে যাওয়া প্রবীরের মৃত্যুর পরেও সিএবি-র সঙ্গে শেষবেলার তিক্ততা কাটেনি। ইডেনে হয়নি কোনও স্মরণসভা। কিন্তু ২২-তম চলচ্চিত্র উৎসবে কলকাতা স্মরণ করল ইডেনের মালিকে। রবিবার নন্দন ৩-এ দেখানো হল প্রবীর মুখোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘মালি’।
advertisement
নাতি প্রবর মুখোপাধ্যায়ের সঙ্গে তথ্যচিত্রের পরিচালক দীপেন্দু ভট্টাচার্য। ৬৮ মিনিটের ছবিতে উঠে এল ৬ ফুট ৩ ইঞ্চির জেদি, একরোখা অথচ ক্রিকেট রোম্যান্টিকের জীবনের অনেক দিক। জীবনের সায়াহ্নে নিজের প্রিয় ইডেন থেকে চিরবিচ্ছেদও গভীর অভিমানে। সৌরভের সিএবি তাঁকে ভুলে গেলেও কলকাতা আরেকবার ইডেনের মালিকে ফিরে দেখল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2016 3:36 PM IST