ম্যাচ শুরুর আগে ইডেনের প্রেসবক্সে আগুন !

Last Updated:

ইডেনে আইপিএল-১০-এর প্রথম বল পড়ার আগেই প্রেসবক্সে আগুন !

#কলকাতা: ইডেনে আইপিএল-১০-এর প্রথম বল পড়ার আগেই প্রেসবক্সে আগুন ! বৃহস্পতিবার কেকেআর বনাম কিংস ইলেভেন ম্যাচ শুরুর ঠিক ১৫ মিনিট আগে এই ঘটনায় ভালমতোই অস্বস্তি ছড়াল ক্রিকেটের নন্দনকাননে ৷
ক্লাব হাউসের আপার টায়ারের উপরে যে ঝুলন্ত প্রেস বক্স, তার ডান দিকে এক বাতানুকূল যন্ত্র থেকে হঠাৎ অনবরত ধোঁয়া বেরতে শুরু করে। যা দেখে তার নীচে বসে থাকা দর্শকরা রীতিমতো আতঙ্কিত হয়ে গ্যালারি থেকে দৌড়ে বেরনোর চেষ্টা শুরু করে দেন। দমকল কর্তারা ছুটে আসার আগেই আপৎকালীন পরিস্থিতিতে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় ৷ নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
আগুন নিভে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে প্রেসবক্স পরিদর্শনে আসেন খোদ দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷ সাংবাদিকদের আশ্বস্ত করেই তিনি বলেন, ‘‘ আজ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসলেও বিষয়টিকে একেবারেই হাল্কাভাবে নেওয়া হচ্ছে না ৷ ফায়ার ডিজি-কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে ৷ শনিবারই ইডেনে দ্বিতীয় ম্যাচ, তার আগেই নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ খেলা দেখতে আসা লক্ষ মানুষের আনন্দ যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য দমকল যথেষ্ট তৎপর ৷ ’’
advertisement
advertisement
নীচের দুটি এসি মেশিনেই এদিন আগুন লাগে ৷ ঘটনাস্থল খতিয়ে দেখছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷ নীচের দুটি এসি মেশিনেই এদিন আগুন লাগে ৷ ঘটনাস্থল খতিয়ে দেখছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ম্যাচ শুরুর আগে ইডেনের প্রেসবক্সে আগুন !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement