ED summons Chandranath Sinha: বাড়িতে মিলেছিল লক্ষ লক্ষ টাকা! রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব করল ইডি

Last Updated:

শুধু নগদ টাকাই নয়, মন্ত্রীর মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি৷

কলকাতা: মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল ইডি৷ আগামিকালই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি৷ ওই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্তও করা হয় বলে ইডি সূত্রে খবর৷
শুধু নগদ টাকাই নয়, মন্ত্রীর মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি৷ ইডি সূত্রের খবর, বাড়িতে কেন এত বিপুল পরিমাণের নগদ টাকা রাখা ছিল, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি মন্ত্রী৷ এ বিষয়ে প্রশ্ন করা হলেও বাড়িতে টাকা রাখা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী৷ তবে মন্ত্রী নিজে না এলেও তাঁর কোনও প্রতিনিধিকে পাঠালেও হবে বলে ইডি-র নোটিসে জানানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন: পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটিতে বড়সড় হামলা! রাতভর তুমুল গুলির লড়াই, নিহত অন্তত ৫
advertisement
ইডি সূত্রে খবর, যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল তার তথ্য খতিয়ে দেখার জন্য মন্ত্রী অথবা তাঁর কোনও প্রতিনিধিকে ইডি দফতরে আসতে বলা হয়েছে৷ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তিনি তাঁর এক প্রতিনিধিকে ইডি দফতরে পাঠাবেন৷
advertisement
গত শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ পরের ইডি সূত্রে দাবি করা হয়, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED summons Chandranath Sinha: বাড়িতে মিলেছিল লক্ষ লক্ষ টাকা! রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব করল ইডি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement