Home /News /kolkata /
কয়লাপাচারকাণ্ডে বিনয় মিশ্রর বাড়িতে চলে ১৩ ঘণ্টা ইডির তল্লাশি

কয়লাপাচারকাণ্ডে বিনয় মিশ্রর বাড়িতে চলে ১৩ ঘণ্টা ইডির তল্লাশি

গ্রেফতার বাঁকুড়ার IC Photo-File Photo

গ্রেফতার বাঁকুড়ার IC Photo-File Photo

কয়লাপাচারের টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে খাটানোর অভিযোগ বিনয়ের বিরুদ্ধে।

 • Share this:

  #কলকাতা: কয়লাপাচারকাণ্ডে বিনয় মিশ্রর বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে ইডির তল্লাশি। চেতলার ১ নম্বর ধরমদাস রো-এর বাড়িতে শুক্রবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। কয়লাপাচারের টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে খাটানোর অভিযোগ বিনয়ের বিরুদ্ধে।

  ইডি সূত্রে খবর, বিনয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এমনই বিভিন্ন সংস্থার নথি পাওয়া গিয়েছে। তবে বিনয় মিশ্রর খোঁজ মেলেনি। আগামী সপ্তাহে তাঁকে ইডি দফতরে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। বিনয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআইও। এর আগে ৩১ ডিসেম্বর বিনয় মিশ্রের চারটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। বেশ কয়েকবার ডাকলেও হাজিরা এড়িয়েছেন বিনয়।

  অন্যদিকে, কয়লাকাণ্ডের তদন্তে হাইকোর্টে স্বস্তিতে সিবিআই ৷ তদন্তের জন্য রাজ্যের অনুমতির প্রয়োজন নেই ৷ সিবিআইয়ের এফআইআরের আরজি খারিজের হাইকোর্টে আবেদন জানান লালা ওরফে অনুপ মাজি লালার সেই আবেদনও খারিজ করল হাইকোর্ট ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published:

  Tags: Coal Smuggling

  পরবর্তী খবর