নজরে নোট বন্দির টাকা বদল, প্রভাবশালীদের অ্যাকাউন্টের খোঁজে ইডি

Last Updated:

দেশের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নাম জড়িয়েছে এ রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালীর। তাদের সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হবে বলে ইডি সূত্রে খবর।

ED is monitoring the money movement during currency demonetisation
ED is monitoring the money movement during currency demonetisation
#কলকাতা: একটি ঘোষণাতেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। ২০১৬ সালের নভেম্বর মাসে হওয়া নোটবন্দি নিয়ে এখনও মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রশ্ন উঠেছে নোটবন্দির সুফল নিয়ে। সেই নোটবন্দির সময় দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নোট বদল এবার ইডির স্ক্যানার।
ইডি সূত্রের খবর, ২০১৬ সালে নোট বন্দি হওয়ার পর দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউন্টের মাধ্যমে নোট বদলের ঘটনা ঘটেছে। পুরনো নোট লগ্ন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবার তা নিয়েই অনুসন্ধান শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতি সূত্র দাবি, সেই সময় দেশের বিভিন্ন রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের কাছে থাকা পুরনো ৫০০, ২০০০ টাকার নোট কখনও হাত ঘুরিয়ে বিভিন্নজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বদলে নিয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
সেই সময় কে কত টাকা এইভাবে বদলে ফেলেছিলেন তা নিয়েই তদন্ত শুরু করতে চাইছে ইডি।দেশের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নাম জড়িয়েছে এ রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালীর। তাদের সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হবে বলে ইডি সূত্রে খবর।ইডি সূত্রে আরও দাবি, নোট বন্দি পরবর্তী পর্যায়ে নোট বদল নিয়ে আয়কর দফতরের তরফে তদন্ত করা হয়। এবার সেই সকল তথ্য ও নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে।
advertisement
মূলত আয়কর দফতর পুরনো নোট বদল নিয়ে তদন্ত করতে গিয়ে বেশ কয়েক জন প্রভাবশালীর অ্যাকাউন্ট থেকে এমন নোট বদলের তথ্য পান, যারা মধ্যস্থতাকারী মারফত নোট বদল করেছিলেন। সেই সকল তথ্য তুলে দেওয়া হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে, বলে সূত্রের দাবি।নোট বন্দি হওয়ার পর কেন্দ্রীয় সরকার দাবি করেছিলেন, কালো টাকা ধরা পড়বে। কিন্তু সেই কালো টাকা কি আদতে ধরা পড়েছে? এই প্রশ্ন বিভিন্ন সময় সংসদের বাইরে ও ভিতরে তোলা হয়েছে বিরোধী তরফে। এবার সেই নোট বন্দির পুরনো নোট বদল নিয়েই তদন্তের পথে হাঁটতে চলেছে অর্থ মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা ইডি।
advertisement
 Amit Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে নোট বন্দির টাকা বদল, প্রভাবশালীদের অ্যাকাউন্টের খোঁজে ইডি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement