Eastern Railway uses Natu Natu: দেশজুড়ে 'নাটু-নাটু' ঝড়! এবার অস্কারজয়ী গানকে কাজে লাগাল পূর্ব রেল, শুরু বিপুল প্রচার

Last Updated:

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'যাতে কেউ রেল লক্ষ্য করে পাথর না ছোঁড়েন তা নিয়ে লাগাতার প্রচার চলেছে। এবার বিখ্যাত নাটু-নাটু গানকে আমরা প্রচারে আনলাম।'

পূর্বরেলের প্রচারে নাটু নাটু
পূর্বরেলের প্রচারে নাটু নাটু
কলকাতা: দেশজুড়ে নাটুনাটুর সাফল্য৷ অস্কার জয়ের পরে এবার রেলের প্রচারে এল এই গান৷ অস্কার জয়ী গানকে কাজে লাগাল পূর্ব রেল। বন্দেভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। এ জাতীয় কাজ বন্ধ করার জন্য চলেছে একাধিক প্রচারাভিযান৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'যাতে কেউ রেল লক্ষ্য করে পাথর না ছোঁড়েন তা নিয়ে লাগাতার প্রচার চলেছে। এবার বিখ্যাত নাটু-নাটু গানকে আমরা প্রচারে আনলাম।' যাতে মানুষ সচেতন হয়। নয়া স্লোগান, 'Na Feko, Patthar Train Par.'
advertisement
মূলত যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কড়া পদক্ষেপ করতে তৎপর রেল। তবে ইট ছোড়ার ঘটনায় যাত্রীরা যাতে কোনওভাবেই উদ্বিগ্ন না হয়ে পড়েন, তার জন্য রেলের পক্ষ থেকে আশ্বস্তও করা হয়েছে। পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, "যাত্রীরা কোনওভাবেই উদ্বিগ্ন হবেন না। যাত্রীদের কোনও অসুবিধা হবে না।” পূর্ব রেলের এক কর্তা জানিয়েছেন, ‘‘ট্রেনে পাথর ছোড়ার প্রবণতা একটা সামাজিক ব্যাধি। অপরাধ হিসেবে এর মোকাবিলা করার পাশাপাশি স্থানীয় স্তরে এই বিষয়ে সচেতনতাই ওই প্রবণতা রুখতে পারে।’’
advertisement
ভারতের জন্য ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যেন গর্বের ফোয়ারা। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল এবারের অস্কারে। সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। দ্বিতীয়, আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। সারা বিশ্বের মতো গোটা দেশেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে। যদিও এই ছবি তেলুগু ইন্ডাস্ট্রির, কিন্তু বলিউডের তারকারাও গর্ববোধ করছেন দেশের জন্য।,
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Eastern Railway uses Natu Natu: দেশজুড়ে 'নাটু-নাটু' ঝড়! এবার অস্কারজয়ী গানকে কাজে লাগাল পূর্ব রেল, শুরু বিপুল প্রচার
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement