বউবাজারে ফের শুরু মেট্রোর টানেল তৈরির কাজ, বিপর্যয় এড়াতে বাড়তি সতর্কতা

Last Updated:

বিপর্যয়ের পুনরাবৃত্তি ঠেকাতে এবার বুঝে পা ফেলতে চায় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL

#কলকাতা: আজ, শনিবার থেকে বউবাজারে ফের পুরোদমে মেট্রোর টানেল তৈরির কাজ শুরু হচ্ছে। বিপর্যয় এড়াতে এবার বাড়তি সতর্ক মেট্রো কর্তৃপক্ষ। টানেল বোরিং মেশিনে বসানো হয়েছে বিশেষ সেন্সর। আগের থেকে অর্ধেক গতিতে এগোবে কাজ।
প্রথমে ফাঁটল। তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। মাস ছয়েক আগের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা বউবাজারের দুর্গা পিতুরি লেন, স্য়াঁকরাপাড়া, গৌর দে লেনের বাসিন্দাদের মনে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরি করতে গিয়েই তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বাড়ি। এরপরই বউবাজার থেকে শিয়ালদহের মধ্যে কার্যত বন্ধ হয়ে যায় মেট্রোর কাজ। হাইকোর্টের নির্দেশে শনিবার থেকে ফের টানেল তৈরির কাজ পুরোদমে শুরু হচ্ছে।
advertisement
বিপর্যয়ের পুনরাবৃত্তি ঠেকাতে এবার বুঝে পা ফেলতে চায় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL।
advertisement
বিপর্যয় এড়াতে বাড়তি সতর্কতা
- আগের চেয়ে অর্ধেক গতিতে এগোবে কাজ
- টানেল বোরিং মেশিনে বসানো হয়েছে বিশেষ সেন্সর
- টানেলে জল লিকেজ রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে
জন ইন্ডিকট, টানেল বিশেষজ্ঞ বলেন, "টানেল বোরিং মেশিন যাতে ঠিকঠাক কাজ করে সেজন্য শেষ কয়েকদিন প্রবল তৎপরতা ছিল। সুরক্ষা নিশ্চিত করতে এখন ধীরে ধীরে মেশিন এগোচ্ছে।"
advertisement
মেট্রো সূত্রে খবর, বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত টানেল তৈরি করতে প্রায় তিন মাস লেগে যাবে। তারপর মাটি থেকে মেশিন বের করে লাগবে আরও তিনমাস। তবে তাড়াহুড়ো নয়, এবার সময়ের চেয়েও সতর্কতাকে বেশি গুরুত্ব দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বউবাজারে ফের শুরু মেট্রোর টানেল তৈরির কাজ, বিপর্যয় এড়াতে বাড়তি সতর্কতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement